জিবন দিয়ে যারা মোদের করে গেলে হৃনি,তোমাদের আমরা ভুলিনি ভুলিনি,জালিমের সাথে মোরা আপোষ করিনি
লিখেছেন লিখেছেন মু নুরুল ইসলাম হেলাল ১৫ ডিসেম্বর, ২০১৩, ০৮:৩৫:২৯ রাত
সত্যি তোমাদের আমোরা ভুলিনি,তোমরা যারা রক্ত দিয়ে-ইজ্জত দিয়ে-জান দিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে আমাদের এই দেশটাকে স্বাধীন করেছ,আমাদের জন্যে ৫৬ হাজার বর্ঘ মাইলের এই স্বাধীন আবাসভুমী নির্ধারন করেছ,আমাদেরকে গৌরবময় লাল সবুজের প্রতাকা উপহার দিয়েছ,তোমাদের কি করে আমরা ভুলতে পারি? আমরা তোমাদের ভুলিনি,ভুলবনা,তোমাদের ভুলা যায়না/হে বীর শহিদ ভায়েরা/তোমাদের সেই বীরাঙ্গনা স্মৃতি আমরা প্রতিনিয়ত স্মরণ করি,বিজয়ের এই দিনে তোমাদের স্মৃতি তোমাদের ত্যাগ স্মরনে নাস্তিক ও ধান্ধাবাজ নেতারা যখন নানান বেহায়াপনা ও অনর্থক কর্মকান্ডে লিপ্ত থাকে,থখনো আমরা তোমাদের বাস্তব ভালবাসা ও আন্তরিকতার তাগিদে তোমাদের মাগফিরাত ও জান্নাতে সউচ্চ মাকাম কামনায় কুরআন তেলাওয়াত ও দোয়া-ইসতিগফারের মাধ্যমে মহান প্রভুর দরবারে মুনাজানে রত হই/হে জাতির শ্রেস্ঠ সন্তান মুক্তি পাগল শহিদ ভায়েরা/
যে সকল জালিমরা তোমাদের বুকে বুলেট ছুডেছিল,রক্ত ঝরিয়েছিল তোমাদের,তোমাদের নির্মম ভাবে হত্যা করেছিল,আমরা তাদের ঘৃনা করি-চরমভাবে ঘৃনা করি,আমরা তাদেরকেও ঘৃণা করি যাদের ভন্ড-ভ্রষ্ঠ নেতৃত্বের দরুন তোমাদের বিপাকে পডতে হয়ছে লডাইয়ের ময়দানে,যারা ক্ষমতার মোহে জালিম পাকবাহিনির সাথে নতজানু নীতি অবলম্ভন করেছিল,যারা তাদের সাথে ক্ষমতার শর্তে আপষকামীতায় তোমাদের বিপ্লবী ভুমিকা নিয়ে তামাশা করেছিল,খেলছিল পুতুল খেলা,যথাসময়ে যুদ্ধের ঘোষণা দেয়নি,স্বাধীনতার বিকৃত ইতিহাসের দরুন সেসব ভন্ড-ভ্রষ্ঠ নেতারা জাতীর শ্রেষ্ঠ ভাঙ্গালীর খেতাবে ভুষিত হলেও আমরা তাদের ঘৃণা করি-ঘৃনা করি,তমরা যে স্বাধীন আভাসভুমির জন্যে জিবন দিয়েছিলে,যারা সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট প্রতিষ্ঠা হওয়ার পরও স্বাধীনতার মান-ইজ্জতকে পদদুলি দিয়ে ভারত,আমেরিকার পথপ্রানে চেয়ে থাকে,তাদের কথায় উঠবস করে তাদের সন্তুস্টিতে দেশের স্বার্থকে জলান্জলি দেয় আমরা তাদেরও ঘৃণা করি,তোমরা যে প্র্ভুর বডত্ত স্বীকার করে লডাইয়ের ময়দানে আল্লাহু আকবার বলে বুলেট ছুডতে,যে প্রভুর নুসরাত কামনায় তোমরা সালাতুল হাজাত পডে তার দরবারে মুনাজাত ও ক্রন্দন করতে,যে প্র্ভুর সুসংবাদিত জান্নাতের লোভই একমাত্র তোমাদের লডাইয়ের ময়দানে সাহস জোগাতো,যারা সেই মহান প্রভুর বিরুদ্ধে প্রতিনিয়ত বিদ্রোহে নিয়োজিত,যারা সেই মহান প্রভুর নাম-নিশানা এই বাংলাদেশ থেকে মুছে দিতে চায়,যারা সেই মহান প্রভুর আল্লাহু আকবারের ধ্বনিকে নায়ুজুবিল্লাহ নিশিরাতের শৃঘালের ডাকের সাথে তুলনা করে, আমরা সেসব ভ্রষ্ঠ নাস্তিকদের ও প্রতিনিয়ত চরমভাবে ঘৃনা করি,আমরা তোমাদের সেই ত্যাগী স্বাধীনতার সার্বভৌমত্ত রক্ষায় এদের বিরুদ্ধে হাতিয়ার উত্তোলনে তোমাদের মতো সদা বদ্ধপরিকর,হে শহিদ ভায়েরা তমাদের রক্তের স্মৃতি স্মরনে আমরা লাল সবুজ প্রতাকা কে ভালবাসি,এই লাল রংকে আমরা লাল রং হিসেবে নয়,তোমাদের রক্ত ও কুরবানীর স্মরনেই নির্ধারন করেছি,পরিশেষে মহান প্রভুর দরবারে জান্নাতে তোমাদের সউচ্চ মাকাম কামনা করে আজ এখানে বিদায় নিলাম,ভুলবনা,তোমাদের ভুলা যায়না
বিষয়: রাজনীতি
১২১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন