মানুষ এবং বই
লিখেছেন লিখেছেন এডমিরেবল ১৭ জুন, ২০১৪, ০৬:১২:১০ সন্ধ্যা
আমার কাছে মানুষকে বই ভাবতে ভাল লাগে। একেক জন মানুষ যেন একেকটা বই।কোন বই সহজ তরতর করে পড়া যায়।কোন বই অসম্ভব জটিল।আবার কোন কোন বইয়ের হরফ অজানা। সেই বই পড়তে হলে আগে হরফ বুঝতে হবে। আবার কিছু কিছু বই আছে যার পাতাগুলি সাদা। কিচ্ছুই সেখানে লেখা নেই। বড়ই রহস্যময় সে বই। আমার নিজের বইটা কেমন ? খুব জটিল নয়
বলেই আমার ধারণা ।সরল ভাষায় বইটি লেখা । যে কেউ বুঝতে পারবে। কিন্তূ সত্যি কি পারবে???? সারল্যের ভেতরেও তো থাকে ভয়াবহ জটিলতা। যেখানে আমি নিজেই নিজেকে বুঝতে পারি না সেখানে বাইরের কেউ আমাকে কি করে বুঝবে???? আমার নিজের অনেকটাই আমার কাছে অজানা। কিছু কিছু কাজে আমি করি - কেন করি নিজেই জানিনা। অন্য কেউ আমাকে দিয়ে করিয়ে নেয় বলে মাঝে মাঝে মনে হয়।আমার এই স্বীকারোক্তী থেকে মনে না করেন যে, আমি আমার করমকান্ডের দায়িত্ব অন্য কোন অজানা শক্তির উপর ফেলে দেবার চেষ্টা করছি।
বিষয়: বিবিধ
৯১৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন