একগুয়ে রাজনীতির ও বাংলাদেশের অর্থনীতি।
লিখেছেন লিখেছেন বিডি বিবেক ১৩ ডিসেম্বর, ২০১৩, ০৯:৩০:৪৮ রাত
একগুয়ে রাজনীতির বলি হতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। কিছুদিনের মধ্যে মানুষ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য খুঁজে পাবে না। দেশের গন্ডগুল যদি নিকট ভবিষ্যতে থেমে যায়ও, উচ্চ দ্রব্যমূল্যের কারণে মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবে না।ইতিমধ্যেই দেশের প্রচুর অর্থ বিভিন্ন উপায়ে বিদেশে পাচার হয়ে গেছে । মন্ত্রী, আমলা, দলীয় নেতারা তাদের বিভিন্ন উপায়ে এতদিনের অর্জিত অর্থ মালয়েশিয়া, ইন্ডিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডএ পাচার করেছে। বেশিদিন লাগবে না, ব্যাঙ্কগুলোও বলতে শুরু করবে যে, তারা তারল্য সংকটে ভুগছে। ভয়ানক মুদ্রাস্ফীতি দেখা দেবে। গার্মেন্টস সেক্টর ইতোমধ্যেই ভেঙ্গে পড়েছে। রপ্তানি আয় বলতে তেমন কিছু থাকবে না। দেশের একমাত্র ভরসা থাকবে প্রবাসীদের টাকার উপর। কিন্তু নিরাপদ বিনিয়োগের সুযুগ না থাকায়, বাংলাদেশী প্রবাসীরাও দেশে প্রত্যাশিত পরিমান অর্থ পাঠাবে না। যে দলই ক্ষমতায় আসুকনা কেন, কিভাবে দেশের অর্থনীতি সামাল দিবে?
বিষয়: বিবিধ
১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন