কথার ফুলঝুড়ি
লিখেছেন লিখেছেন নিয়াজ ০৮ এপ্রিল, ২০১৪, ০৩:০৭:৫৩ দুপুর
মুখের কথা উড়ে যায়, লেখা কথা থেকে যায়,
অনেক কথা মনেই রয়, সবকথা কি বলা যায়?
কথায় ভালবাসা যায়, মনের আঘাতও কথায় হয়,
কথাই কথা বাড়িয়ে দেয়, কথাই যুদ্ধ থামিয়ে দেয়।
কথার ভিতর যাদু রয়, কথাই বংশ পরিচয়
কথা ও কর্মের মিলন হলে, বেঁচে রবে সে জগত ময়।
বিষয়: সাহিত্য
১২১৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন