অনিশ্চিত গন্তব্যের পথে প্রিয় দেশ

লিখেছেন লিখেছেন নিয়াজ ১৫ ডিসেম্বর, ২০১৩, ০৫:৪৫:২৬ বিকাল

অনিশ্চিত গন্তব্যের পথে প্রিয় দেশ আজ

প্রতিনিয়ত বেড়েই চলেছে লাশের মিছিল

সমাজের প্রভাবশালী বর্জুয়াদের কোন অংশ প্রতি পাঁচ বছর অন্তর অন্তর

জনগনের উপর অত্যাচারের স্টিম রোলার চালাবে, সেই বিশ্রি প্রতিযোগিতার নাম আজ “গনতন্ত্র”

একদা এক আসাদের রক্তিম দেহে নেতিয়ে পড়েছিল আইয়ুব শাহীর দাম্ভিক মসনদ।

এক নূর মোহাম্মদের ঝাঝড়া বুকের বিনিময়ে অন্ধকার আতুড় ঘর থেকে বেড়িয়ে এসেছিল ..“গনতন্ত্র”...

অতপর দেশ প্রেমিক! নেত্রিদের ক্ষমতা প্রিতির কাছে বলী হয়েছে বাংলার হাজারো মানুষ.....

হায়! “গনতন্ত্র”...

কোথায় “গনতন্ত্র”...? কেনইবা এই ..“গনতন্ত্র”...

রক্ত আর জীবনের দামে কেনা “গনতন্ত্র” আজ কোন পখে হাটছে.......!

জবনের দাম আজ কমে গেছে খুব, লাশের মিছিল দেখ বাড়ছে প্রচুড় .......

বিষয়: সাহিত্য

১১২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File