একজন সাধারণ মানুেষর মতই আব্দুল কাদের মোল্লা কিন্তু তার উদাহরণ বিরল

লিখেছেন লিখেছেন স্বপ্নদেখি মানুষ হবার ১২ ডিসেম্বর, ২০১৩, ০৪:২৮:০৫ রাত

‘সাংগঠনিক কাজে বেশির ভাগ সময় ব্যস্ত থাকায় তোমার হক সঠিকভাবে আদায় করতে পারিনি, তোমাকে সময় দিতে পারিনি, ক্ষমা করে দিও।’ স্ত্রীর প্রতি কাদের মোল্লাহ, একজন মানুষ সাধারন হয়েও তাঁর বিশেষ গুেণর কারনে বিরল উদাহরণ রাখতে পারেন তা আমাদের সামনে তিনি আবার প্রমাণ করলেন।

কাদের মোল্লাহ আমাদের প্রেরণা। আল্লাহ্‌ রব্বুল আলামিন আবার বোঝালেন তাঁর নির্দেশেই মালাকুল মউত জীবন নিতে পারেন। সবাইকে মরতে হবে কিন্তু তা দুনিয়ার কোন শক্তির নয় বরং স্রবশক্তিমান আল্লাহর ইচ্ছায়। মুমিন এবং বিরোধী দুই পক্ষের জন্যই শিক্ষাঃ(১) মুমিন তাঁর ঈমান আরও মজবুত করতে পারেন (২) বিরোধীরাও সঠিক পথে আসতে পারে। কুরানের সুরা ইমরানের ৫৪ ন আয়ােতর কথা আবার আল্লাহ্‌ আমাদের স্মরণ করিয়ে দিলেন যেখানে বলা হয়েছে 'আর তারা চক্রান্ত করেছিল, আর আল্লাহ্‌ও পরিকল্পনা করেছিলেন। আর আল্লাহ্‌ পরিকল্পনাকারীদের মধ্যে সর্বোত্তম।'

বিষয়: বিবিধ

৯৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File