আমার মুখোশগুলো...
লিখেছেন লিখেছেন আকাশদেখি ৩০ মে, ২০১৪, ১০:৩৪:৪৮ রাত
ঘরের আলোর সুইচটা অন করতেই জ্বলে উঠল আলো... যতটা সম্ভব ছড়িয়ে পড়তে চেষ্টা করলো চারদিক... সেই আলোতে দেখা গেল আমার চার দেওয়ালে ঝুলানো অসংখ্য মুখোশ!!!
আলোকিত ঘরটা মুখোশে পরোপূর্ণ, বলতে প্রতিটি দেয়ালই মুখোশ দ্বারা আলোকিত। এক একটা মুখোশ এক এক রকমের কোনটা পাশের বাসার নিপাট নিরীহ ভদ্রলোকটির মত, কোনওটা আবার মুখে আঁটি কঠোর ব্যক্তিত্ব আটকে থাকা মুখোশ। কোনটা আবার স্কুলের সরল শিশুর সরল মুখের ছবি বাঁধানো মুখোশ, কখনো আবার বাধ্য সন্তান অথবা অতি আবেগী প্রেমিকের মুখোশ... কোনটা আবার জানোয়ারের মুখোশ!!!
আমার প্রতিটা দিনের শুরু হয় এই মুখোশগুলোকে পূজো করে!!! তারপর বেড়িয়ে পরি নতুন এক মুখোশ এঁটে এই পৃথিবীর বুকে...
বিষয়: বিবিধ
১৩৬২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন