তারা, অন্ধকার আর আলো
লিখেছেন লিখেছেন আকাশদেখি ১০ মে, ২০১৪, ১০:৫৩:১৩ রাত
তোমার ওখান থেকে কি নীল জোসনা দেখা যায়?
এখনও কি অনেক আগ্রহ নিয়ে জোছনা ছুঁয়ে দেখ? অথবা ঐ দূরে নিবু নিবু জ্বলে উঠা জোনাক পোকার ছুটে চলা... অথবা মিটিমিটি করে জ্বলা ঐ দূর আকাশের নক্ষত্রগুলো...
তোমার কি মনে আছে যেদিন তোমায় কালপুরুষটা চিনিয়ে ছিলাম ঐ সময়ের কথা... প্রথম তো খুঁজেও পাওনি, যখন পেলে একদম বাচ্চা ছেলের মত হয়েগেলে... তোমার ঐ আনন্দের ছবিটা আমার এখনও ভাসে..। কি জড়ে যে চিৎকার দিয়ে ছিলে.... সেই থেকে শুরু তার পর এক এক করে সপ্তর্সি মন্ডল, লুদ্ধক,অগস্ত্য, অভিজি্ৎ , স্বাতী, রোহিনী সহ আরও অনেক তারার নাম জানা দেখা... আসলে তখন তারা দেখা একটা নেশার পর্যায়ে চলে গিয়েছিলা আমাদের....তারা খসাটাও কিন্ত কম আনন্দ দেয় নি আমাদের!!!
আচ্ছা তুমি এখনও তারা দেখ? আলো খোঁজ জোনাকির অথবা সেই নীল জোসনার!!!
আমি এখনও খুঁজে ফিরি আলো!!! আগের মত নীল জোসনা, জোনাকি কিংবা তারার আলো না, তোমার চলে যাওয়ায় বুকের মাঝে যে কালো অন্ধকার একটা গর্তের সৃষ্টি হয়েছে তাকে আলোকিত করতে!!!
আঁধার ছেয়ে থাকে রাতের পর রাত আর দিন সাথে একটা চাপা আগুনের কুন্ডলি জ্বলে কিন্ত আলো দিতে পারে না, জ্বালাটা বাড়িয়ে দেয় শুধু!!
তোমায় মনে পড়ার সময়গুলোতে...... ভীষণ কাতর থাকি ... একটা আশ্রয় খুঁজি ফিরি.... খুঁজে ফিরি তোমাকেই ... একটু আলোর অপেক্ষায়
বিষয়: বিবিধ
১৩৭৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন