চুড়ি আর গিটার
লিখেছেন লিখেছেন আকাশদেখি ০৭ মে, ২০১৪, ০৯:৪৩:৫৩ রাত
কোনএক গোধূলিলগ্নের বিষন্ন সময়ে কিশোর তার প্রিয় গিটার আর চুড়ি পড়া মেয়েটিকে নিয়ে বসে আছে তাদের প্রিয় গাছটার কাছে! মেয়েটির কাচের চুড়ির রিনিঝিনি শব্দ আর গিটারের সুর পাশাপাশি খেলা করে গিটারবাদকেরএকান্ত অনুভবে। একদিকে মেয়েটি বাতাসের হাত থেকে চুল সামলতে ব্যস্ত আর অপরদিকে ছেলেটি তার গিটারের সুর সামলাতে ব্যস্ত...!!! চুড়ির শব্দ আর গিটারের সুর মিলে অদ্ভূত এক নতুন মোহনীয় পরিবেশের সৃষ্টি...
ছেলেটির খুব ইচ্ছে, তার গিটারের সুরে বৃষ্টি নামাবে- মেয়েটির প্রিয় বৃষ্টি, আকাশ থেকে সাত রং নিয়ে মনের তুলি দিয়ে আঁকতে চেয়েছিলো নিজেদের স্বপ্নগুলো নিজেদের ব্যক্তিগত বিশ্রামঘরের দেয়ালে!!!
কেন জানি গিটারবাদক আর চুড়ি পড়া মেয়ের গল্প গুলো সবসময়ই অসম্পুর্ণ থেকে যায়...!!!
বিষয়: বিবিধ
১৩৬৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন