...বৃত্ত... ২
লিখেছেন লিখেছেন আকাশদেখি ২১ এপ্রিল, ২০১৪, ১১:২১:৪৪ রাত
মাঝে মাঝেই একা একা রাস্তায় হাঁটি। ভালই লাগে । যতক্ষণ না খুব বেশি ক্লান্ত হয়ে পড়ি, হাঁটতেই থাকি। তখন কেন জানি মনে হয় তুমি আমার পাশেই আছো। আমি জানি তুমি এখনও আমার পাশেই আছো। ছুয়ে দিচ্ছ আমাকে, হয়তো আমিই সেটা বুঝতে পারছিনা।
আজ মহাদেব সাহা এর "তুমি" কবিতাটা খুব মনে পড়ছে
আমার মাথায় জলভরা একটি আকাশ
তার নাম তুমি,
খর গ্রীষ্মে আমার উঠোনে অঝোর বর্ষণ
তুমি তার নাম;
ভীষণ তৃষ্ণার্ত এই পথিকের ক্লান্ত চোখে সুশীতল মেঘ
একমাত্র তুমি-
দুপুরের খরতাপ শেষে আমার জীবনে এই শান্ত সন্ধ্যা
তুমি, তুমি, তুমি;
মরুময় এই ভূপ্রকৃতি জুড়ে ঘন প্রেইরীর সবুজ উদ্যান
তুমি তার নাম,
আমার ধূসর দুই চোখে চিরসবুজের গাঢ় হাতছানি
তার নাম তুমি;
আমার স্মৃতির অববাহিকায় একটি স্বপ্নের প্রিয় নদী
তুমি নিরবধি।
দেখতে দেখতে এক বছর হয়ে গেল!!! অনেকটা কষ্টেই কেটেছে দিন গুলি.... আজই শেষ রাত!! আমদের শর্তের শেষ দিন!!! আমি কিন্তু আমার কথা রেখেছি এই একটা বছরে একটা বারও তোমায় ফোন দেইনি, এস.এম.এস এমনকি একটা চিরকুট পর্যন্ত দেইনি!!! তবে একটা কাজ করছি
তোমার জন্য ৩৬৫ টা চিঠি লিখেছি... আর শেষের দিন তোমার দেওয়া সেই বেলী ফুলগুলো ছিঁড়েছি... মজার কথা কি জানো, তোমার দেওয়া ৩ টা বেলীফুলে কিভাবে যেন ৩৬৫টাই পাপড়ি ছিল.... তাই তো প্রতিটা চিঠিতে তোমার পাপড়ি আর আমার কলমের কালি দিয়ে সাজানো...
একটি নতুন সকাল আর একটি নতুন দিনের অপেক্ষায়...
সাথে সম্পর্কটা আরও একটু শক্ত করার প্রত্যয়ে...
তোমার একটা কথা খুব মনে পড়ছে আজ,
আমাদের সম্পর্কটা বৃত্তের মত যার কোন শেষ নেই....
বিষয়: বিবিধ
১৪১৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি তো একটা লিখা পোষ্ট করতে ছয় মাস লাগাই
খুব্বি ভালো লাগ্লো শুকরিয়া।
মন্তব্য করতে লগইন করুন