স্বপ্ন ফেরিওয়ালা আর এক পয়সার স্বপ্ন...
লিখেছেন লিখেছেন আকাশদেখি ১৭ মার্চ, ২০১৪, ০৯:৪৮:০৯ রাত
হঠাৎ একদিন বাসার সামনে ডুগডুগি বাজিয়ে এক ফেরিওয়ালা এল, আমি কাছে গিয়ে জিঙ্ঘেস করলাম আপনার থলিতে কি? উনি মৃদু হেসে বললেন থলিতে "স্বপ্ন" আছে!!! এই শহরে এসেছি স্বপ্ন বেঁচতে!!! আমিও বোকার মত এক পয়সায় কিনে নিয়ে এলাম স্বপ্ন। নিজেকে খুব খুশি খুশি লাগছিল স্বপ্ন কেনার পর.... ! ঘরে নিয়ে ঠোঙ্গা খুলে দেখি স্বপ্ন কোথায়? এত হাওয়ায় মিঠাই... দেখতে দেখতেই বাতাসে মিলিয়ে গেল...!!! কিছুই বোঝার আগেই সব শেষ... আমিও হরিয়ে গেলাম ভাবতে থাকলাম আমার কি হবে? কারণ ঐ এক পয়সাই আমার শেষ সম্বল ছিল!!!
তখন থেকে আর স্বপ্ন দেখি না.. যদি আবারও উড়ে যায় হাওয়ায় মিঠাই এর মত... তাই নিজেকে দূরে রাখি। মাঝে মঝে স্বপ্নেরা আমার ধরা দিতে চায় লোভ হয়ে!!!! আমিও এগিয়ে যাই তার দিকে কিন্তু ভয়টা কাজ করে। মাঝে মঝে কি মনে হয় জানো, ইস্ ঈশ্বর যদি আমাকে একটা ছোট্ট রাজত্ব দিত!!! আসলে স্বপ্ন দেখতে তো বাধা নাই তাই এমন উল্টা পাল্টা স্বপ্ন দেখেই যাই...
একজীবনে মানুষ তো সব পায় না... অনেক চাওয়া অপূর্ণ থেকে যায়... তাই ভাবি স্বপ্ন দেখে কি হবে যা হওয়ার তা নাকি হবেই... আমি নাহয় থেকে যাব আমার স্বপ্নের রাজ্যের রাজা হয়ে....
স্বপ্ন আর লোভ দু'টো মিলে একাকার হয়ে গেছে আজকাল... নিজেকে সামলে রাখতে কষ্ট হয় লোভের হাত থেকে হয়তো এখনও সামলে আছি । কিন্তু কে জানে কোন একদিন লোভের থলিটা নিয়ে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে বলে বসি "থলি ভরে দাও"! মাঝে মাঝে কি মনে হয় জানো, এক জীবনে ঈশ্বর শুধু লোভই দিয়েছেন আমাকে অথচ সম্বল দিয়েছেন মাত্র এক পয়সা!!!
বিষয়: বিবিধ
১০৮৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো অনেক ধন্যবাদ
আপনার জন্যও শুভকামনা রইলো
মন্তব্য করতে লগইন করুন