...আমার তুই ভালো থাকিস...

লিখেছেন লিখেছেন আকাশদেখি ১৪ মার্চ, ২০১৪, ০২:৩৮:৩৩ রাত



তুই কি আজকের আকাশ দেখেছিছ? কি জানি তোর সময় হয়েছে কিনা দেখার... কত শত অকাজে ব্যস্ত থাকিস!!! আমিতো আর তো তোর মত অকাজে ব্যস্ত থাকি না তাই চাঁদের জন্য অপেক্ষা করি... আজকের চাঁদটা অত সুন্দর না হলেও দেখতে কিন্তু খারাপ লাগছে না কিন্তু তার পরও চাঁদের আলোয় অপার্থিব এক সৌন্দর্যে ভেসে যাচ্ছে পৃথিবী!!!

বিকেলের নীলিমায়, সন্ধ্যার গোধূলীতে বাতাসের শব্দ কান পেতে শুনি আর অপেক্ষায় থাকি চাঁদের জন্য। শূন্য চোখে আকাশ পানে তাকিয়ে দেখি পূর্ণিমা রাতে হৃদয় ভাঙচুর। কষ্টে কাঁদে মন। বাতাসের শব্দে সুর তুলে আর্তনাদ করে! আমার অসহ্য লাগে। তুই আজ অনেক দূরে... কিন্তু আমা থেকে দূরে নয়। আমার ভাবনা, হাসি, কান্না ইচ্ছেগুলো প্রতিটি মুর্হূতে পিছু ডেকে চলে। দীর্ঘশ্বাস আর শুন্যতা বিষাদ বুকের অন্তরঙ্গে। কেমন যেনো চুপ হয়ে গেল। সব কিছু কেমন করে যেন পাল্টে গেল সময়ের সাথে। হাজার স্মৃতিতে ঘিরে আছে হাজারও কথা। কিছু অজানা মুহুর্তের কিছু অনুভুতি যা কেবল কষ্ট দেয় ক্ষণে ক্ষণে। স্মৃতি জড়ানো দিন গুলো যন্ত্রণার প্রচন্ড অভিশাপ আমার সমস্ত অস্তিত্বজোড়ে।

স্মৃতিরও ভিড়ে হারিয়ে যায় মন আধারে। আমার নানা রঙের স্বপ্নের রাজপ্রসাদ ভেঙে চুরে হারিয়ে গেছে মেঘের আড়ালে।

বিষয়: বিবিধ

৩৬৪৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191992
১৪ মার্চ ২০১৪ রাত ০২:৫৫
ভিশু লিখেছেন : Day Dreaming Day Dreaming Day Dreaming
ভালো লাগ্লো...Happy Good Luck
Rose Rose Rose
১৪ মার্চ ২০১৪ সকাল ১১:৩৯
142966
আকাশদেখি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
192009
১৪ মার্চ ২০১৪ রাত ০৪:১১
আফরোজা হাসান লিখেছেন : অনুভূতির রঙে রাঙানো সুন্দর একগুচ্ছ শব্দমালা.... Rose
১৪ মার্চ ২০১৪ সকাল ১১:৪০
142967
আকাশদেখি লিখেছেন : ভালো লাগার চোখে দেখার জণ্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File