...শিরোনামহীন...
লিখেছেন লিখেছেন আকাশদেখি ০৮ মার্চ, ২০১৪, ০৮:৪৯:১০ রাত
আমার কল্পনার জমিনে একটি ফুলের বাগান ছিল। লাল, নীল, হলুদ, সাদা.. কল্পনার সব ফুলে পুরো বাগানটা ভরে থাকত। কল্পনার ফুলের সুমিষ্ট গন্ধে মৌ মৌ করত ভিতরটা । সুখ আর শান্তির এক মহামিলন মেলায় ভিতরে আমি এক মহা অনুভূতি টের পেতাম, মহাশান্তির লীলাভূমিতে আমি বুদ হয়ে পড়ে থাকতাম। পৃথিবীর সকল দৈন্য-দুর্দশা, দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা সব কিছু ভুলে আমি আমাকে ভাসিয়ে দিতাম স্বর্গীয় সুখের এক অন্য ভুবনে..
মাঝে মাঝে মনে হত, আমার জন্মই এই মহাসুখের ঝর্ণায় অবগাহনের জন্যই!!! তা না হলে এত অসহ্য সুখ আমাকেই কেন ঘিরে থাকবে। মাঝে মাঝে ভাবতাম খুব করে। নিজেকে নিজেই প্রশ্ন করতাম, কি এমন মানুষ আমি ! যে আমাকেই জগতের তাবৎ সুখ সহ্য করতে হবে.. আমি কি এর যোগ্য ? তবে.. মনের ভিতরে খুব খটকা লাগত। কারণ কোন যে উত্তর খুঁজে পেতাম না...
বিষয়: বিবিধ
১০২৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন