...হঠাৎ বোনা কিছু স্বপ্ন...
লিখেছেন লিখেছেন আকাশদেখি ০২ মার্চ, ২০১৪, ০৮:৩৯:৫৭ রাত
পুকুরের স্বচ্ছ পানিতে ও পাড়ের ছায়া পড়েছে, নীল আকাশে মেঘের ছুটোছুটি, পাখির ডানা মেলে উড়ে যাওয়া সব কিছুই ধরা পড়ে যাচ্ছে স্বচ্ছ পানিতে। মাঝে মাঝে দু' একটা মাছের শব্দও কানে আসছে। মাথার উপর সূর্যটা পশ্চিমে একটু হেলে গেছে। দুরে কোথাও থেকে ঘুঘু পাখি করুণ সুর আবিরের মনটা আরও খারাপ করে দেয় এমন বিসন্ন দুপুরটা।
হঠাৎ কি মনে করে একটা ঢিল পুকুরে দিতেই পানিতে ঢেউ দি্যেই মুহূর্তেই উধাও।
পুকুর ঘাটে বসে বসে ভাবতে থাকে ইস্ ও যদি থাকত পাশে এই সময় তাহলে দারূণ হত।
তার প্রিয় মেরুন রং শাড়িটা পরে আর তার সাথে কপালে একটা ছোট্ট ফোঁটা টিপের, লাল কাচের চুড়ি হাতে। অনেকটা সময় দ'জনে মিলে গল্প আর খুনসুটি করে কাটিয়ে দেওয়া যেত। ভাবতে ভাবতে বিসন্ন মনটা হঠাৎ করে ভালো হয়ে যায়...স্বপ্ন আঁকতে শুরু করে তাকে নিয়ে...
তাকে ফোন করে জানানো দরকার...এই মূহুর্তে আঁকা স্বপ্নগুলো...
বিষয়: বিবিধ
১০৫৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনের মাঝে ছিল...
খুব সুন্দর হয়েছে ভালো লাগলো
মন্তব্য করতে লগইন করুন