...বাবা যাকে মুখ ফুটে কখনো বলা হয়নি ভালোবাসি....
লিখেছেন লিখেছেন আকাশদেখি ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:০৩:০৭ সন্ধ্যা
ঘুম থেকে জেগে শুনি পাশের রুম থেকে জেমস-এর বাবা গানটা বাজছে...হঠাৎ বাবর জন্য মন টা কেমন করতে শুরু করলো, খুব দেখতে ইচ্ছে করছে সেই খুব আপন খুব পরিচিত মুখখানি। দীর্ঘদিন বাবার সঙ্গে প্রান খুলে কথাই হয় না, তবে মায়ের সঙ্গে এমনটা কখনো হয়নি। বাবার সাথে কথা বলবো বলে তাকে ফোন করলে ফরমালিটিটা মেইনটাইন করে মার কাছে দিয়ে দেন। বাবা আমারও মাঝে খুব ইচ্ছে আপনার সাথে কথা বলতে... হয়তো সন্তান বড় হয়ে গেলে বাবার সঙ্গে একধরনের দূরত্ব তৈরি হয় তাই তার কাছে আগের মত ঘেরা হয় না।
দুটি বর্ণের একটি ছোট্ট শব্দ, বাবা। বন্ধু হয়ে পাশে থেকেছেন যেকোনো দুঃসময়ে। অথচ এই প্রানের মানুষটাকে কখনই বলা হয়নি ‘ভালোবাসি’ শব্দটা।
আজ খুব খারাপ লাগছে চোখের পানি ধরে রাখতে পারছি না, কম্পি্উটারের সামনে বসে আছি ঠিকই কিন্তু মনটা আছে বাবার কাছে, বাবা কখনো তোমাকে বলা হয়নি ভালবাসি, আজ দূর থেকে বলছি বাবা তোমাকে অনেক অনেক। । । । ভালবাসি .... হয়তো এই শব্দটি তার কানে পৌঁছবেনা... তারপরও চিৎকার করে বলতে ইচ্ছা করেছে ভালোবাসি বাবা ভালোবাসি....
বাবা কত দিন কত দিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ওরে বুকে আয়...।
বিষয়: বিবিধ
১৯৪৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কারণ স্বর্ণ , রৌপ্য, ব্রোন্জ - সবই তো মায়ের । হাজার কিছু করলেও তার জন্য সান্ত্বনা পুরষ্কার তামা জাতীয় যদি কিছু থাকে তাহলে দেওয়া যেতে পারে ।
আজ আমি ইচ্ছে করলেও বলতে পারিনা। কারণ আমার আব্বা সব কথা শোনার জগতের বাইরে চলে গেছেন। শুধুমাত্র আল্লাহর কাছেই তার জন্য দু'য়া করতে পারি।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন