...জীবন ও যান্ত্রিকতা ...

লিখেছেন লিখেছেন আকাশদেখি ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪৪:২২ রাত



কত কথা, কত শপথ আজও মনের মাঝে বর্ষার ঘনকালো মেঘের মত ভেসে বেড়ায়। আমাদের শপথ গুলো কিভাবে যেন ন্যাপথিলিন এর গন্ধের মত বাতাসে মিলিয়ে গেল। আসলে আমার এই শহুরে-ব্যাস্ত্ জীবনটাই কিছুতেই তোমাকে কাছে পেতে দিচ্ছে না। কি করবো? না পারছি তোমাকে ঠিকমত সময় দিতে না পারছই ব্যস্ততাকে দু'হাতে পৃথিবীর বাইরে ফেলে দিতে...

এবার কিন্তু সত্যি সত্যি কথা দিচ্ছি তোমার পাওনা সময় গুলো আর কেড়ে নিতে পারবে না আমার এই জীবন। প্লিস এবার ফিরে এসো তোমার-আমার স্বপ্নে দেখা এই ছোট্ট সংসারটায়। দেখ তুমিহীনা আমি কতটা কষ্টে আছি...

তুমি চলে যাওয়ার সাথে সাথে আমাদের বাগানের ফুলগুলো-ও কেমন যেন বিষন্ন মন নিয়ে ফুটে আছে, এই রিমঝিম বর্ষাটাও আর গান শুনায় না, কোজাগরি জোসনার চাঁদটাও কেমন ফিঁকে হয়ে গেছে, ঘরের চারদিকে কেমন একটা দুঃখি দুঃখি চেহারা...

প্লিস এবারের মতো আমায় ক্ষমা করে দাও আর কখনও তোমার পাওনা সময়গুলো এই শহুরে হায়নাটাকে দিব না... শুধু তুমিই পাবে তুমি...

কি এবার নিঃশ্চয় তুমি আর অভিমান করে থাকবেনা...

প্লিস ফিরেএসো তোমারই প্রিয় সাজানো ঘরটায়...

বিষয়: বিবিধ

১১৫৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172140
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৫
বুড়া মিয়া লিখেছেন : ভাইয়া, কিছু মনে করবেন না! অজস্র অবসরতো আমার তাই সেটা কাটাতে এক সময়ের চরম অপ্রিয় জিনিস নারীর প্রেমের জন্য কবিতা-সাহিত্যও মাঝে মাঝে পড়ি! আগে পড়লে কেন লেখকরা এগুলো লিখতো তা তাদের জিজ্ঞেস করার সুযোগ ছিলো না, কিন্তু এখন আপনারা আছেন ....

১) এই যে লিখলেন – এটা কি কোন নারী অথবা পুরুষের উদ্দেশ্যে?

২) নারী-পুরুষের সম্পর্ক আমার সাথে টয়লেটের মতো প্রয়োজনীয় সম্পর্ক ছাড়া অন্য কিছু কখনো মনে হয় না – এবং এরকম মনে হওয়া মনে হয় স্বাভাবিক – কিন্তু এই যে এসব বিষয়ের লেখকদের এরকম অনুভূতি – এটা কেন হয়?

৩) আমার মনে হয় এটা ন্যাকামী; অনেকে বলে থাকে নারীরা সৃষ্টিগতভাবেই ন্যাকা; সঙ্গীর সাথে সে ন্যাকামী করবেই - কিন্তু পুরুষ লেখকরা কেন এরকম ন্যাকামী করে?

৪) এসব ন্যাকামী দ্বারা সাহিত্য কিভাবে সমৃদ্ধ হতে পারে? এতে করে ন্যাকামী সমৃদ্ধ হয় বলে আমার মনে হয়।

এখন আপাতত আগের মতো কিছু মনে পড়তেছে না।
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৭
125871
আকাশদেখি লিখেছেন : আপনার মন্ত্যবের জন্য অনেক ধন্যবাদ...
লিখাটা আসলে আমাদের আমাদের বর্তমান যান্ত্রিকময় জীবন নিয়ে লিখা... তা নিশ্চয় বোঝতে পেরেছেন... আর লিখি নিজের আনন্দের জন্য... আর আমার লিখার দ্বারা সাহিত্য কিভাবে সমৃদ্ধ হবে কখনও কল্পনা করি না... জাস্ট মনের খোরাকের জন্যই লিখা
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৫
125881
বুড়া মিয়া লিখেছেন : এ জীবন ব্যবস্থা আমাদের চরম প্রয়োজনকেও উপেক্ষা করে এবং তার ব্যাথা এভাবেও প্রকাশ হয় ...

সুন্দর তথ্যের জন্য ধন্যবাদ
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩০
125892
আকাশদেখি লিখেছেন : চেষ্টা করেছি তুলে ধরতে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File