আজকের নির্বাচনের মূল কথা
লিখেছেন লিখেছেন আকাশদেখি ০৫ জানুয়ারি, ২০১৪, ১১:৩২:৪৩ রাত
~আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ (প্রথম আলো)
~ফটোসেশনের জন্য ভোটার (প্রথম আলো)
~৩৪টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি (প্রথম আলো)
~৬৪ কেন্দ্রে একটিও ভোট পড়েনি (নয়াদিগন্ত)
~৮৮ শতাংশ ভোট পেয়ে শেখ হাসিনা নির্বাচিত (প্রথম আলো)
~বর্জনের ঘোষণা দিয়েও জিতলেন এরশাদ (প্রথম আলো)
~কুয়াশা আর শীতের কারণে ভোটার কম - মখা
~সব ভোটার সকালে ভোট দিয়ে ফেলায়, বিকেলে ভোটার উপস্থিতি কম (সাহারা)
~ভোট পড়েছে ১০ শতাংশেরও কম : ফেমা
~প্রতি ৬ সেকেন্ডে একটি ভোট পড়েছে (প্রথম আলো)
~কান ধরে ভোটারদের কাছেক্ষমা চাইলেন মহাজোট প্রার্থী নজীবুল বশর (নতুনবার্তা)
~ভোটারের থেকে সাংবাদিক বেশি (প্রথম-আলো)
~টুকুর ছেলে একাই ভোট দিলেন ৪৭৫টি (প্রথম-আলো)
~আইডি কার্ড দেখালেই ভোট নেওয়ার নির্দেশ ওসি সালাউদ্দিনের (শীর্ষ নিউজ)
~জনমেও দেহি নাই এই ভোড' (কালের কন্ঠ)
~নিজ কেন্দ্রে হারলেন টুকু (কালের কন্ঠ)
~বিশ্বনাথের কেন্দ্রেই একটি ভোটও পড়েনি (নয়া দিগন্ত)
~গত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ৯০ % ভোট পড়েছিল। এবার গড়ে ১৫% (Channel 24)
বিষয়: বিবিধ
১০৯৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফটিকছড়ির নিশ্চিন্তাপুরে ক্ষুব্ধ ভোটারদের
রোষানলে পড়ে কানে ধরে ক্ষমা চেয়ে
উদ্ধার হয়েছেন তরিকত ফেডারেশনের সভাপতি
আওয়ামী লীগ সমর্থিত নজিবুল বশর মাইজভাণ্ডারী।
মন্তব্য করতে লগইন করুন