...শুধু মেঘের জন্য...

লিখেছেন লিখেছেন আকাশদেখি ১৮ ডিসেম্বর, ২০১৩, ০৯:৫৫:২৫ রাত



শেষ বিকেলের সূর্যটা যখন পৃথিবীটাকে বিষন্নতার চাদরে ঢেকে পালিয়ে যায়, তখন আমিও ভেসে যাই বিষন্নতার আধাঁরে, হারিয়ে যাই দূরের কোন স্বপ্নের দেশে....খুঁজে ফিরি প্রিয় মুখটি একটু সহানুভতির আশায়!! আজকাল ঘুমটাও ঠিক তোমার মতই শাস্তি দিতে শুরু করে দিয়েছে, তুমিতো একা চলে যাও নি নি্যে গেছ আমার ঘুম, ভালো লাগা, আমার স্বপ্ন, আমার স্বপ্ন বোনার অনুভতি আমার সবকিছু, স্বপ্নগুলো ঝরে গেছে ঝরা ফুলের মত.....রোজ মাঝ রাতে বিছানায় শুয়ে শুয়ে একটা ঘুমন্ত ভারী নিঃশ্বাসের আওয়াজ শুনতে, নেই নেই কিছু নেই......সব ফাঁকা, সব অনুভূতিহীন জড় পদার্থ.। চারদিকে হতাশা আর বেদনার হাতছানি, না পাওয়ার গ্লানি আমায় সব সময় তাড়িয়ে বেড়ায়.... আজকাল ভিতরের মানুষটাও মাঝে মাঝে বিদ্রোহ করে বলে যে তোকে এত শাস্তি দিচ্ছে তাকে কেন তুই আজও ভাল করে বেঁচে থাকতে দিচ্ছিস...কেন তার মুখটা এসিডে ঝলসে দিচ্ছিস না, কেন তার ক্ষতি করছিস না ? কেন কেন কেন... আমি মনকে বলি, কষ্ট কি শুধু আমি একাই পাচ্ছি গিয়ে দেখে আস, সেও আমার মত কষ্ট পাচ্ছে... ভালোবাসার মানুষের কি কখনো খারাপ চাওয়া যায়.....

বিষয়: বিবিধ

৯৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File