শরীরের সবচেয়ে গুরুত্তপুর্ন বাহ্যিক অঙ্গ কোনটি ??
লিখেছেন লিখেছেন ইমরোজ ০৩ ফেব্রুয়ারি, ২০১৭, ০১:০০:২৮ দুপুর
শরীরের সবচেয়ে গুরুত্তপুর্ন বাহ্যিক অঙ্গ কোনটি ??
খুব ছোট্ট বেলায় মার এই প্রশ্নের উত্তরে বলতাম "কান"।
মা তার উত্তরে মাথা নেড়ে বলত " না ঠিক হয়নি । পৃথিবীতে অনেক বধির লোক আছে এবং তারা ভালভাবেই বেঁচে আছে। তুমি এই প্রশ্নের উত্তরটা নিয়ে আরও ভাব!! আমি শীঘ্রই এই প্রশ্নটা আবার জিজ্ঞেস করব ।
তারপর কয়েক বছর চলে গেল। আমি তখন বালক থেকে কিশোর....
মা আবার প্রশ্নটা করলেন; আমি তার উত্তরে এইবার কনফিডেণ্টলি বললাম " দৃষ্টিশক্তি হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে প্রয়োজনীয়। এটা চোখই হবে।"
মা আমার দিকে তাকিয়ে স্মিত হেসে বললেন " বাছা! খুব দ্রুত শিখছ তুমি। আশা করি সঠিক উত্তরটা সহসাই বের করে ফেলবে। তোমার এই উত্তরটি সঠিক হয়নি কারন পৃথিবীতে অনেক অন্ধ লোক বাস করে । তারা সবাই অসুখী নয়।"
সঠিক উত্তর দিতে না পেরে আমি খুব হতাশ হলাম। কিন্তু আমি হাল ছাড়লাম না । আরও কয়েকবার এই প্রশ্নের উত্তর মা কে বললাম।
মা প্রতিবারই আমার উত্তর শুনে মাথা নেড়ে বলতেন " তুমি কিন্তু দিন দিন বুদ্ধিমান হচ্ছ ,আশা করি সঠিক উত্তরটি পেয়ে যাবে।"
তারপর অনেক অনেক দিন চলে গেছে আমি তখন যুবক পেরিয়ে মধ্য বয়স্ক ... একদিন আমার বাবা মারা গেলেন।
সবাই শোকে বিহ্বল ।
আত্মীয়স্বজন, পাড়াপড়শী অনেকেই কাঁদলেন। এমনকি মামা চাচা যাদের কখনও কাঁদতে দেখিনি ... তারাও একে অন্যের কাঁধে মাথা রেখে কাঁদলেন ।
বাবাকে কবর দিয়ে এসে আমি যখন অন্ধকার ঘরে মায়ের সামনে দাঁড়ালাম ... মা আমাকে ফিসফিস করে বললেন
"তুমি কি এখন বলতে পারবে শরীরের সবচেয়ে গুরুত্তপুর্ন বাহ্যিক অঙ্গ কোনটি ?"
এমন দিনে এই প্রশ্ন শুনে আমি হতভম্ব এবং কিছুটা বিভ্রান্ত । মা তা বুঝতে পেরে জল টলমল চোখে বললেন
" আমার মনে হয় আজ এই প্রশ্নের সঠিক উত্তরটি বের করা তোমার জন্য গুরুত্তপুর্ন। তুমি শরীরের প্রায় সব অঙ্গের নামই বলেছ । কিন্তু আমি তাতে সায় দেই নি । কারন আমার মতে শরীরের সবচেয়ে গুরুত্তপুর্ন বাহ্যিক অঙ্গ হচ্ছে কাঁধ। "
আমি তার উত্তর শুনে অবাক হয়ে বললাম " কাঁধ আমাদের মাথাকে ধরে রাখে বলে ই কি তা গুরুত্তপুর্ন?? "
মা প্রত্যুতরে বললেন " ঠিক তা নয় ... কারন এই কাঁধই মানব শরীরের এমন একটি অঙ্গ যা তোমার নিজের চেয়ে তোমার প্রিয় মানুষটির বেশী দরকার হয়। এই কাঁধই তোমার জীবনের প্রিয় মানুষগুলির মাথা বহন করে... যখন তারা বেদনা বিধুর হয়ে কাঁদে। প্রতিটা মানুষেরই জীবনের কোন না কোন সময় একটি সাছন্দ্যময় কাঁধের প্রয়োজন হয় যার উপর মাথা রেখে সে নিশ্চিন্তে কাঁদতে পারে । আমি আশা করি তোমার জীবনে প্রয়োজনের দিনে এমন কাঁধের সংখ্যার যেন অভাব না হয়।"
মা আর কোন কথা না বলে আমার কাঁধে মাথা রেখে অনেক অনেকক্ষণ কাঁদলেন। আমি তার কান্নার মাঝখানে ভাবতে লাগলাম...
People will forget what you said.
People will forget what you did.
BUT, People Will NEVER Forget
How You Made Them FEEL.
( বিদেশী গল্পের ছায়া অবলম্বনে একটি অনু গল্প )
বিষয়: বিবিধ
১৫২০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন