"সরি স্যার"
লিখেছেন লিখেছেন ইমরোজ ১৮ মে, ২০১৬, ০৯:৩৯:১১ রাত
কোন এক কালে.... ইংল্যান্ডের নিউ ক্যাসেলের এক রকি বীচে ঘুরতে গিয়েছিলাম । পথে এক ব্রিটিশ ফ্যামিলির সাথে দেখা ।
আমাদেরকে দেখেই ছোট বাচ্চাটা তার পিতাকে বলে উঠল
" Look Papa, pakis are here !!! "
(উপমহাদেশীয় সব লোকদেরকে এরা পাকিই ভাবে )
তার পিতা শ্লেষের সুরে বলে উঠল
" Yah !! these bustards are everywhere !!!"
কথাটা প্রায় বিনা প্রতিবাদেই হজম করতে হয়েছিল । ইউকে তে পড়াশুনা করতে গিয়ে ব্রিটিশ শ্বেতাঙ্গদেরএই সুপ্ত বর্ণবাদী মনভাবটির সাথে পরিচয় আমাদের কম বেশি ছিল । এরা যে মুখে এক, মনে আরেক... তা বুঝতে না চাইলেও বুঝতে হত । বিশেষ করে ছোট শহরগুলিতে বা কান্ট্রি সাইডে । নিজেকে সেখানে দ্বিতীয় (ক্ষেত্র বিশেষে তৃতীয়) শ্রেণীর নাগরিক বলে হীনমন্যতা বোধ হত ।
ওই সময় ভাবতাম কিছু সীমাবদ্ধতা আর কষ্ট হলেও নিজের দেশেই থাকাই ভালো । নিজের এই গরীব দেশটাই হবে আমার জন্য সুখী আর বৈষম্যেহীন দেশ ।
আসলেই কি তাই ??? ......
তাই যদি হত তবে ইদানিং কেন এই দুঃস্বপ্ন দেখি?? আমার কন্যারা গোল্ডেন জিপি এর সার্টিফিকেট নিয়ে আমার খাটের শিয়রে কান ধরে দাঁড়িয়ে অট্টহাসি দিচ্ছে । ফাঁস হওয়া প্রশ্নের উত্তরপত্র, তোতাপাখির মত মুখস্থ করে "স্বপ্নের তারা " আজ মেধা শুন্য । সেই সাথে ব্যক্তি কেন্দ্রিক জীবন , খাঁচাময় স্কুল, বাণিজ্যিক কোচিং , সামাজিক মান সন্মান হারানো বিধ্বস্ত শিক্ষক সমাজের বদৌলতে তারা আজ নৈতিকতা শুন্য !!!
আমি আধোঘুমে ভাবি এ দেশে থাকলে ... ঘৃণা আর বিভক্তি দিয়ে দেশপ্রেম শেখা... আগামী প্রজন্মরা আসলে কি হবে ?
সিলেক্টিভ চেতনাসিজমে ভুগে সেলফি ইজমে কান ধরে 'সরি স্যার' বলে দায় সেরে ফেললে ......আগামী প্রজন্মে কি করে আরেকটা সূর্য সেন , প্রিতিলতা, সালাম বরকত , আসাদ , মতিউর কিংবা রুমী পাব ???
Would 'SORRY' have made any difference? Does it ever? It's just a word. One word against a thousand actions. (Sarah Ockler)
বিষয়: রাজনীতি
১৫৯৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
By the way, I am a marine academy cadet of 27th batch and become master Mariner in 2005 .... I went UK for my Professional exam
Before you make any personal comment or allegation against me at least try to find out who I am...otherwise finger yourself...
মন্তব্য করতে লগইন করুন