এই তো সেইজন !!!

লিখেছেন লিখেছেন ইমরোজ ১০ এপ্রিল, ২০১৬, ০৪:৩৬:০৪ বিকাল

বিবাহিত জীবনের প্রথমদিন নব দম্পতি ঠিক করল তারা কেউ কাউকে দেয়া ছোট বড় কোন ওয়াদা কখনই ভাঙবে না । কখনই না ।

ছেলেটি বলল... তাহলে একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক !!

ঠিক হল ... সারাদিন তারা কারো জন্যই দরজা খুলবে না ।

সেদিন প্রথমেই ছেলের বাবা মা দরজায় কড়া নাড়লেন। উঁকি দিয়ে দরজার বাইরে অপেক্ষমান মা বাবাকে দেখে ছেলেটার খুব ইচ্ছে হল দরজা খুলে দিতে । ছেলেটি মেয়েটির দিকে অসহায় ভাবে তাকাল । কিন্তু পরক্ষনেই প্রমিজ ইজ প্রমিজ ভেবে মন শক্ত করে ফেলল । সে দরজা খুলল না । অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে তারা হতাশ হয়ে ফিরে গেলেন ।

তার কিছুক্ষন পরেই মেয়েটির বাবা মা এল । নিজের বাবা মাকে দরজার আড়াল থেকে দেখতেই মেয়েটির চোখ ছলছল করে উঠল । সে ছেলেটির দিকে করুন ভাবে তাকিয়ে বলল " আমায় ক্ষমা কর ডার্লিং । এটা আমার দ্বারা সম্ভব না । আমি এই ওয়াদা রাখতে পারব না। " মেয়েটি দরজা খুলে দিল ।

ছেলেটি কিছুই বলল না ; একটা অভিব্যাক্তিহীন হাসি দিল ।

তারপর অনেক অনেক দিন কেটে গেছে । তাদের দুইটি ফুটফুটে ছেলে বাচ্চা হল । তারপর তাদের সংসারে একটা মেয়ে এল । মেয়ে বাচ্চা পেয়ে ছেলেটি নিজের খুশী আর ধরে রাখতে পারল না । সে বন্ধুবান্ধব , আত্মীয়স্বজন আর প্রতিবেশীর জন্য শহরের বড় একটা হোটেলে জমকালো পার্টি দিল।

পার্টি শেষে বাসায় ফিরতে ফিরতে মেয়েটি স্বামীকে জিজ্ঞেস করল " ছেলেদের জন্মের পর তো একটা ছোট পার্টিও দিলে না আর মেয়ের জন্মের পর এতবড় পার্টি । কি ব্যাপার ??

ছেলেটি স্মিত হেসে তার দিকে তাকিয়ে বলল " এই তো সেইজন... যে আমাদের জন্য নিশ্চিত দরজা খুলে দিবে !! তাই না ??"

বিষয়: বিবিধ

১৪৮০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365235
১০ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৪২
গাজী সালাউদ্দিন লিখেছেন : ছোট্ট একটা গল্প, পড়ে মনটা ভরে গেল।
কিন্তু কেমন পার্শিয়াল হয়ে গেছে। ছেলেটা বাবা মায়ের জন্য দরজা খুলতে পারেনাই একজন নারীর জন্য, মোদ্দা কথা ওয়াদা রক্ষার জন্য।
মেয়েদের ওয়াদা এভাবেই আবেগের বানে ভেসে যায়।
১০ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৭
303020
ইমরোজ লিখেছেন : কন্যা-সন্তানের পিতা হওয়ায় যারা এখনও মুখ ভার করে থাকেন তাদের জন্যই এই পক্ষপাতিত্ব । ব্যাক্তিগত ভাবে আমি মনে করি বাবা মার প্রতি মেয়েদের দুর্বলতা ছেলেদের চেয়ে বেশী এবং চিরন্তন । Smug
১০ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫৯
303025
গাজী সালাউদ্দিন লিখেছেন : সেই একই রকম টান কি শ্বশুর শ্বাশুড়ির প্রতিও? কেননা তারাওতো বাবা মা।
365248
১০ এপ্রিল ২০১৬ রাত ০৮:০০
শেখের পোলা লিখেছেন : সত্যই এই সেই জন যে বাবা মায়ের জনন্য ওয়াদা ভঙ্গও করবে৷ ধন্যবাদ
১০ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৮
303021
ইমরোজ লিখেছেন : Smug ধন্যবাদ আপনাকে ।
365263
১০ এপ্রিল ২০১৬ রাত ০৯:০২
বিবর্ন সন্ধা লিখেছেন : স্ত্রীর কাছে দেয়া ওয়াদার কাছে,
আল্লাহর আদেশ ও মুল্যহীন!!! Surprised Surprised

এই ধরনের ছেলেদের ই বুঝি ভেড়া বলা হয় Thinking Waiting At Wits' End
১০ এপ্রিল ২০১৬ রাত ১০:০২
303055
ইমরোজ লিখেছেন : এই গল্পের মর্মার্থ আপনি বুঝতে পারেন নি । তাই আপনার মন্তব্যটা অপ্রাসঙ্গিক । Smug
১১ এপ্রিল ২০১৬ সকাল ০৭:২৯
303087
বিবর্ন সন্ধা লিখেছেন : হয়তো আমি গল্পের বিষয়টা বুঝতে পারি নি,
মেয়ে মানুষ তো, আল্লাহ মাথায় ঘিলু একটু কম দিয়েছেন কি না-p

কিন্তু যত যাই বলেন, আমি বলবো এমন মেয়ে আমার দরকার নাই, যে মেয়ে আমার জন্য দরজা খুলে দিবে আর শ্বশুর শ্বাশুরির বেলায় স্বামীকে ওয়াদার বেড়াজালে আবদ্ব রাখবে আর এমন ছেলে ও আল্লাহ কাউকে না দিক, যে ছেলে নিজের ওয়াদায় ১৬ আনা অনড় কিন্তু বৌ এর বেলায় ৭ খুন মাফ।Crying
বৌ এর হক বৌ পাবে, বাবা মার হক বাবা মাকে দিতে হবে। Love Struck
দু;খিত বিপরীতমুখি মন্তব্যের জন্য Good Luck
365264
১০ এপ্রিল ২০১৬ রাত ০৯:২০
আফরা লিখেছেন : গল্পটা সত্যি খুব সুন্দর !! ভাইয়া আপনার তো কোন চিন্তাই নাই তিনদিক থেকে দরজা খুলে টানাটানি করবে !!!

মেয়েকে অবহেলা নয় তাই অনেক গুলো হোক সমস্যা নেই কিন্তু ভাইয়া ছেলেও একটা দরকার ।মেয়ে তো আপনার জানাজা পড়াতে পারবে না , সে আপনার সাথে নামাজ পড়তে পারবে কিন্তু সে কখনো আপনার ইমাম হতে পারবে না ।

একজন ছেলে যখন নামাজে বাবার ঈমাম হয় বাবার মনে যে কত্ত আনন্দ হয় সেই আনন্দ আপনি কোথায় পাবেন ভাইয়া ।

সোজা কথা ছেলে মেয়ে যাই হোক তাদের দ্বীনি শিক্ষা দিতে হবে ।তাহলে ঐ ছেলের মত ভুল করবে না ।

ধন্যবাদ ভাইয়া ।
১০ এপ্রিল ২০১৬ রাত ১০:০৫
303056
ইমরোজ লিখেছেন : ধন্যবাদ তোমাকে ।
365268
১০ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৪
তট রেখা লিখেছেন : এই গল্পের বড় মোরাল হলো মেয়েদের জন্যই ছেলেরা তাদের মা-বাবা কে কষ্ট দেয়। মেয়েটির উচিৎ ছিল ছেলেটিকে বলা আমি আমার দেয়া বাধ্যবাধকতা প্রত্যাহার করছি, বাবা-মার জন্য দরজা খুলে দাও। মেয়েরা এ যুগে শুধু মেয়েই রয়ে গেল বঊ হতে পারলনা।
১০ এপ্রিল ২০১৬ রাত ১০:০৭
303057
ইমরোজ লিখেছেন : কন্যা-সন্তানের পিতা হওয়ায় যারা এখনও মুখ ভার করে থাকেন তাদের জন্যই এই গল্পের মোরাল । অনেক সময় একটা গল্প একটা সিম্পল বার্তা বহন করে । তার বহ মাত্রিক অর্থে গেলে ভুল ম্যাসেজ পাওয়া যায় । Smug

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File