হিসাব নিকাশ !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ২৭ মার্চ, ২০১৬, ০৯:৩৮:৩৭ রাত
জীবনে কি পেলাম ! আর কি পেলাম না !! তার হিসেব কষতে কষতে যখন খুব অশান্ত হয়ে যাই তখন যে কোন হাসপাতালের ICU এর ওয়েটিং লাউঞ্জে ছুটে যাই । এখানে সবাই সবাইকে খুব সহজে আপন করে নেয় ।
টুক টুক করে জলজ্যান্ত মানুষগুলো লাশ হয়ে ফিরে যাচ্ছে । আর তার সাথে প্রিয়জনের আহাজারি । অন্যদিকে নতুন কিছু প্রায় মৃত লোক ঢুকছে । বেশীরভাগ ই অচেতন । তাদের প্রিয়জনের চোখে মুখে চরম উৎকণ্ঠা ।
আবার কি হবে দেখা , এ দেখাই শেষ নয়তো ??? এটাই মনে হয় এখানের থিম সং । তাই কেউবা সবাইকে জানান দিয়ে ভেউ ভেউ করে, কেউবা তার চেয়ে নিচু স্কেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে আর কেউবা অব্যাক্ত নয়নে কাঁদছে । প্রিয় মানুষকে ছাড়া আসন্ন অনিশ্চিত ভবিষ্যতের উৎকণ্ঠার এক তীব্র সানাইয়ের সুর আছে এখানে । এখানে এলে তাই জীবন আর মরণের ফারাক টাকে বড্ড সরু মনে হয় ।
জীবনের সব না পাওয়াগুলোকে তখন নিছক মামুলী মনে হয় । মনে হয় মানব জীবনে্র সবচেয়ে বড় পাওয়া হল এই সাতটি ইন্দ্রিয় অনুভুতি !!
১) দেখতে পাওয়া
২) শুনতে পাওয়া
৩) ছুঁতে পারা
৪) স্বাদ নিতে পারা
৫) অনুভব করতে পারা
৬) হাসতে পারা
৭) ভালবাসতে পারা
যারা ICU তে থাকেন ... তারাই তখন বুঝেন এই ইন্দ্রিয় অনুভূতিগুলো হারানোর মর্মজ্বালা।
হায় !! জীবনের এই অনুভূতিগুলো মানুষ না পারে পরিপূর্ণ ভাবে তৈরি করতে না পারে কিনতে !!!!!
আমি দিন শেষে বাউল মনে বাড়ী ফিরতে ফিরতে তাই গুন গুন করে গেয়ে উঠি ....
আউলা চুলে বাউলা হইলাম
সাথে নিলাম একতারা
মন আমার দেহ ঘড়ি তিন কাটা।।
এক কাটা তে কাঁদা আমার এক কাটাতে হাঁসা
আর এক কাটায় বসে বসে
তোমার কথা ভাবা দয়াল তোমার কথা ভাবা।।
অধম দেবাশিস কয় দেহ ঘড়ির বয়স হল মেলা
ঘড়ির কাটা থেমে গেলে বুঝবে তখন জ্বালা
ও মন বুঝবে তখন জ্বালা।।
বিষয়: বিবিধ
১৪১৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন