আবাসিক চিড়িয়াখানা ।
লিখেছেন লিখেছেন ইমরোজ ০৭ মার্চ, ২০১৬, ০৬:০৬:৪১ সন্ধ্যা
জ্ঞানার্জনের জন্য সুদূর চীনে যাওয়ার উপদেশটি আমরা সবাই জানি । আচ্ছা জ্ঞানার্জনের জন্য বাংলাদেশে এখন কোথায় যাওয়া যায় ???? ঢাকায় তো অবশ্যই । তবে ঢাকার কোন জায়গায় ?
আবার জিগায় !! ধানমন্ডির তো পোস্টমর্টেম সারা ...এবার উত্তরায় আসুন না । বাড়ীতে বাড়ীতে স্কুল , একাডেমী , মাদ্রাসা , কলেজ , ইউনিভার্সিটি তার সাথে ২৪/৭ চালু কোচিং সেন্টার । কি নাই এখানে ??? আছে প্রাইভেট মেরিন একাডেমী আর এভিয়েশন একাডেমী ও । আহ যদি একটা প্রাইভেট মিলিটারী একাডেমী থাকত , তাইলে সোনায় সোহাগা হইত । মাইলস্টোনের কয়টা শাখা উত্তরায় আছে তা হাতে গোণা গেলে গ্রিনিজ বুকে পাঠানো যাইত । শিক্ষা আসলে ছাপড় ফাইড়া মাল কামানোর বাণিজ্য এখানে । তার সাথে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা অননুমোদিত দোকান, মার্কেট, রেস্টুরেন্ট হাসপাতাল আর বাণিজ্যিক প্রতিষ্ঠানের কথা আর নাই বা বললাম । ৯৯ শতাংশের কোন পারকিং এরিয়া নেই । পারকিং... সেটা আবার কি জিনিস ??? উত্তরার চলাচলের রাস্তা কেন আছে তাইলে !! তাই সমগ্র উত্তরাই এখন বিরাট পারকিং এরিয়া । তিন আনা দেশের নয় আনা ফুটানির গাড়ী ওয়ালারা আবার দুই কদম হাটতে চান না । পারলে গাড়ি স্কুলের শ্রেনী কক্ষে বা অফিসরুমে নিয়ে যান । তাই ২৫ ফিট রাস্তার দুইপাশে পারকিং করে রাখা গাড়ীর মাঝ দিয়ে স্যান্ডউইচ হয়ে গাড়ী চালাতে হয় । আশা ছিল ঢাকা শহরের বিকেন্দ্রীকরণ হবে অন্য বিভাগীয় শহরগুলোতে কিন্তু না তা এখন উত্তরাতেই হচ্ছে । স্রোতের মত সবাই এখন উত্তরাতে হিজরত করছে । রাতের বেলা পাড়া পড়শির ঘুম হারাম করে কন্সট্রাকশনের কাজ চলছে । মাঝে মাঝে মনে হয় সিরিয়ার যুদ্ধ পীড়িত শব্দ দূষণ রণক্ষেত্রে আছি । কল্যান সমিতি নামে ক্লাউন সমিতি আছে বটে । কিন্তু এইসব বিষয় নাকি তাদের এখতিয়ারের বিষয় না । তাদের আসল কাজ বিভিন্ন দিবসে গান বাজনা করা । এলাকার কল্যান করতে এসে এরা আবার বিশাল পলিটিসাইজে আক্রান্ত । তাই তারা বেশীরভাগ সময় দুই গ্রুপে ভাগ হয়ে একে অন্যের চরিত্রের বয়ান দেয় ।
আবাসিক এলাকার নিয়মকানুন পোষ্ট মরটেম করে এই পরিকল্পিত ভাবে বানানো উত্তরাকে যেমন খুশি তেমন সাজাও জঙ্গলে পরিনত করা হয়েছে । আর সেই পারফেক্ট জঙ্গলের ডাকু সর্দাররা হচ্ছে রাজউক আর সিটি কর্পোরেশন ।
আসলে বাংলাদেশে আবাসিক এলাকা বলে কিছু নেই.... আছে আবাসিক চিড়িয়াখানা ।
বিষয়: বিবিধ
১২৮১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন