শিক্ষক !!!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ১৩ জানুয়ারি, ২০১৬, ০৮:১৮:১৭ সকাল
বাবা সরকারী কলেজের শিক্ষক । খুবই সৌখিন এবং উড়ুউড়ু মন । সারাদিন কলেজের অযাচিত কাজ আর জনসেবা করে ব্যাস্ত । ফলে যা হবার তাই । তার বেতনে সংসার চলেনা । নানা লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে টাকা পাঠান ; তাই দিয়ে মাসের শেষ সপ্তাহে চলে । মা বাধ্য হয়ে টিউশনি / সেলাই দিয়ে টুকটাক রোজগার করেন । কিন্তু সংসারের বর্ধিত খরচে দিন দিন হাঁপিয়ে উঠতে লাগলেন । বাবাকে টিউশনি করতে প্রায়ই বলেন । কিন্ত বাবা তা আমলে নেন না । এমন তো নয় যে, ছাত্র নেই পড়ার । কিন্তু বাবা হেয়ালী করে বলেন... ক্লাসেই তো ভাল্ভাবে বুঝিয়ে দেই, ঘরে আর কি পড়াব ? কিন্তু সময়ের সাথে বাবা বুঝলেন এভাবে আর চলবে না । ঘরে পড়ানো আরম্ভ করলেন । সে যুগে কোর্স শেষে টাকা দেয়ার নিয়ম ।বাউন্ডুলে বাবা আমার, ২ মাসের কোর্স ৪ মাসেও শেষ করতে পারেন না । ভাগ্যিস মা ততদিনে কলেজ শিক্ষক ।
হুম্মম... সাধের সাথে সামর্থ্যের যোজন দূরত্বময় পরিবেশে আমি আর আমার দুই ভাইয়ের বেড়ে উঠা । এইচ এস সি পরীক্ষার রেজাল্টের পর বাবা বললেন এখনই লক্ষ্য ঠিক কর ; কি হতে চাও?? আমি বললাম আর যাই হই না কেন, শিক্ষক হব না ?? বাবা মা দুজনেই আঁতকে উঠে বললেন কেন??
আমি মায়ের মলিন মুখের দিকে তাকিয়ে বললাম শিক্ষক/পন্ডিত /গুরু এই কথাগুলি বই নাটক আর মুভিতেই কিউট লাগে কিন্তু বাস্তবে তা দিয়ে পেটের ক্ষিদা মিটে না । আমার কথায় বাবা/মা কতটুকূ দুঃখ পেয়েছিলেন সেদিন তা বুঝিনি । বোঝার মত ম্যাচিউরিটি যে আমার ছিল না । কিন্তু সরকার প্রধান যখন গতকাল বললেন "পেটের ক্ষুধা মিটালাম, এখন কেউ প্রেস্টিজ নিয়ে টানাটানি শুরু করে দিয়েছেন" তখন এই পেটের ক্ষুধার টিপ্পনী তা হাড়ে হাড়ে টের পেলাম । মা/ বাবার সেদিনকার মুখটাই মনে পড়ল ।
আচ্ছা নেতার ছেলে নেতা হয় , নায়কের ছেলে নায়ক হয় , ব্যাবসায়ির ছেলে ব্যাবসায়ী... সেই তুলনায় কয়টা শিক্ষকের ছেলে শিক্ষক হয় ?? খুব কম তাই না ?? হারিকেন দিয়ে গুণতে হয় । কারন ন্যাড়া বেলতলায় দুইবার যায় না । নব্বই এর দশক থেকে শিক্ষাকে মুদির দোকানের পন্য বানিয়েছি আর শিক্ষককে মুদির দোকানের সেলস্ম্যান । দোকান যত অভিজাত সেলস্ম্যানের বেতন তত কম । অথচ আমরা সবাই জানি ভাল মান সম্পন্ন শিক্ষক পেতে হলে ভাল ছাত্রদের এই পেশায় আসতে হবে । আর মানুষ গড়ার এই কারিগরকে প্রাপ্য সন্মানের সাথে সাথে রাস্ট্রের হ্যান্ডসাম স্যালারিটাও দিতে হবে ।
তবেই না আমার মত গড়পড়তার ছাত্ররা মন খারাপ করে বাসায় এসে বলবে ..বাবা দুঃখিত ! অনেক সাধনা করলাম কিন্তু মেধা না থাকায় তোমাদের মত শিক্ষক হতে পারলাম না ।
I have come to believe that a great teacher is a great artist and that there are as few as there are any other great artists. Teaching might even be the greatest of the arts since the medium is the human mind and spirit.
(John Steinbeck)
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন