সাদা কালো ভিলেন !!
লিখেছেন লিখেছেন ইমরোজ ১৪ নভেম্বর, ২০১৫, ০৩:৫৬:৪৬ দুপুর
আমাদের সময়ের সাদা কালো ছবির ভিলেনরা মনে করত নিজে যতই অমানুষ হই না কেনো ; মাগার আমার সন্তান যেন আমার মত না হয় । তাই তারা সন্তানদের সামনে ভালমানুষের একটা মুখোশ পড়ে থাকতেন । রয়ে সয়ে খারাপ কাজ করতেন । আমার মনে হয়না বাস্তব জীবনের ইদানিংকার ভিলেনরা এখন আর এই মারফতি দর্শনে চলে ।
এই কালে পিতামাতার সাথে সম্পর্কটা অনেক ফ্রেন্ডলি । এত রাখ ঢাক নাই। তাই কাররই বোধয় কোন কিছু করতে /বলতে এখন আর লজ্জা লাগে না । বন্ধুর সাথে আবার লজ্জা কি ? তাই বদের সন্তান এখন মহা বদ ।
আমরা যারা সেকেলে, তারা ভাবি এরা খারাপ কাজ করে রাতে ঘুমায় ক্যামনে?? তারা আসলে সো সেন্টিমেনটাল ??? কারন পরিবার , সামাজিক এবং ধর্মীয় বিধিনিষেধ ও নৈতিকতাগুলোকে এরা শীতনিদ্দ্রায় অনেক আগেই পাঠিয়ে দিয়েছে ।এখনকার ভিলেনদের কোন কিছুতেই অনুশোচনা আসেনা । তারা তাদের খারাপ কাজগুলোকে পুঁজিবাদী কর্পোরেট সমাজের ভোগবাদী যুক্তিতে জায়েজ করেন । ও হ্যাঁ... এদের কেউ কেউ ধর্মকর্ম ও করেন অতি উৎসাহে । নিজের টাকায় মসজিদ/মন্দির বানান । চক্রাকারে পাপ করেন আবার তওবা করেন । কারন এদেরকে ডিসকো হুজ্জুরেরা কানে কানে মন্ত্র দিয়েছেন ...আপনি আপনার কাম চালাইয়া যান । খালি মসজিদ/মাজারে টাকা ঢাললেই হবে আর বাকীটা তওবায়...মানে সব পাপ কাম ব্যাল্যান্স হয়ে যাবে । তাই নামাজ পড়ে এসে এরা অবলীলায় টুপিটা খুলে তাকে ঘুষের টাকার পাত্র বানান ।
তাই ইদানিংকার রঙিন ছবিতে দেখি বাপ ভিলেন আবার সন্তানও ভিলেন । দুইজনেই জিগারের দোস্তের মত বসে একসাথে মদ খায় । একই সাথে সকল কুকর্ম করে । বাস্তব জীবনের ভিলেনরাও কি তাই করে ?? কি জানি । বাপ ঘুষ খায় । আমাদের সময় এইটা তার সন্তানের বুঝতে যেমন সময় লাগত । তেমনি বুঝার পর তা হজম করতে । কিন্তু এখন আর এইগুলি বিষয় না । বরং এতে তাদের সোশ্যাল স্ট্যাটাস বাড়ে । কারন বিত্তই এ সমাজে আপনাকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যায় আর প্রচণ্ড ক্ষমতাশালী করে । ঐশী/ ফারিজদের বেপরোয়া হবার কারন কিন্তু এইটাই ।
ঐশীর ফাঁসি হয়েছে । সবাই এই নিয়ে বিভিন্ন দর্শনের মায়া কান্না দিচ্ছেন ; আমিও একটু দিলাম । নিরাপদ সাবজেক্ট ; কেউই মাইন্ড খাবে না । কারন ঐশীর তো আর ফারিজদের মত বিগ বস অভিভাবক নাই ।
We are living in a time of the great crisis of Faith and morals.
Crime after crime go unpunished,
hence our society become unbalanced and men become beast !!
তাই আমরা গত এক যুগে যে ঐশী /ফারিজ প্রজন্মটা বপন করেছি । এদের মানবতা ,বিবেক আর সংবেদনশীলতা একবিংশের রোবট টাইপের কাছাকাছি । তাদের মানসিক বিকাশের ইজারা আমরা অনেক আগেই কম্পিউটার , টিভি আর মোবাইলের স্ক্রিনেই দিয়ে রেখেছি !!
এরাই সমাজের কর্ণধার হবে । । তাইলে মায়া কান্না দেয়া ছাড়া ...উপায় কি ??
আমি আপাতত উপায় একটাই দেখি ।
আমাদের রঙ্গিন ভিলেন থেকে সাদা কালো ভিলেন হতে হবে ।
বিষয়: বিবিধ
১০৮১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সিপাই কা ঘোড়া
কুচ ভি না হো তো
থোড়া থোড়া
মন্তব্য করতে লগইন করুন