তিন টাকার বাঙালির নয় টাকার ফুটানি !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ১২ মে, ২০১৫, ১০:৫০:০১ সকাল
এই গরীব দেশে আর কিছু থাকুক বা নাই থাকুক, জাত ভাইদের ফুটানি ভালই আছে ।
যার দুই টাকা আছে সে তিনটাকা খরচ কইরা একটাকা ওয়ালারে বুঝাবে "ব্যাটা তুই আমার লেভেলের না কখনও ছিলি ; না কখনও হবি। " আর যার একটাকা আছে সে পঞ্চাশ পয়সা ওয়ালারে ......এ দেশে বিত্তবানদের নোংরা বিত্তবৈভবের প্রদর্শনী আসলেই খুব উত্কট ।
আপনার লেটেস্ট মডেলের গাড়ি আছে বুঝলাম, কিন্তু ভাই লেটেস্ট মডেলের রাস্তা কই ???একটু দূরে গাড়ীটা থামিয়ে বাচ্চাদের ২/ ৩ মিনিটের পথ হাঁটিয়ে স্কুলের ভিতর ঢুকালে কি সমস্যা ?? তাতে যে যানজট টা কমে আর কমে অন্যদের ভোগান্তি । কিন্তু বাস্তবতা হচ্ছে , পারলে আপনি একবারে ক্লাসরুমের ভিতর গাড়ি ঢুকিয়ে বাচ্চা নামাতে পারলে যেন হাফ ছেঁড়ে বাঁচেন। এমন ভাব, এই রাস্তার পদধূলিতে আপনার ওভাল্টিন ডিজুস বাচ্চা নামলেই জীবানুক্রান্ত হবে ।
অভিভাবক দিবসে এক উদ্বিগ্ন মালদার অভিভাবক স্কুল ম্যানেজমেন্টকে অভিযোগ জানালেন, আপনাদের স্কুলের আউটডোর গেমস এত বেশী কেন ?? ম্যানেজমেন্ট একটু অবাক হয়েই বললেন "তাতে অসুবিধা কি ? আউটডোর এক্টিভিটিস তো বাচ্চাদের মানসিক বিকাশকেই ত্বরান্বিত করে । !!
অভিভাবক দুজনেই মাথা নাড়িয়ে বললেল " তা না হয় বুঝলাম ; কিন্তু আপনাদের আউটডোরে তো এসি নেই !! "
হুম্ম ম্মম কি বুঝলেন ??? আই থিঙ্ক, দিস ইজ কলড ''আলগা ফুটানি '।
এই গরীব দেশে আপনি ছাপ্পড় ফাইড়া মাল কামাই করছেন, তাই বাচ্চাকে অর্থ বিত্ত আর আরাম আয়েশের কাঁচের জারে বড় করতাছেন । বাংলাদেশে থাইকা তারে ভার্চুয়াল আমেরিকায় রাখছেন !!
ভাল কথা !! কিন্তু ! এই বাচ্চা কি বড় হয়ে আপনার বৃষ্টির দিনে কি আপনার জন্য ছাতা ধরবে ?? মনে হয় না ??
কেননা আপনি যে তাকে আমিময় জগতে বড় করে দিনে দিনে মানসিক আর নৈতিক ভাবে পঙ্গু করছেন ।
নচিকেতার সুরেই বলি
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্লাটে যায়না দেখা,
আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম, একমাত্র আমি,
ছেলের আমার, আমার প্রতি, অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই, বৃদ্ধাশ্রম।।
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফুটানি একটু বেশি হয়ে গেলনা!!
এই বড়লোকের আদুরে বান্দর গুলার জন্য প্রতিদিন অফিসে যেতে সমস্যা হয়। চট্টগ্রামের প্রায় নির্জন চট্টেশ্বরি রোড একটা ইংলিশ মিডিয়াম স্কুল এর জন্য সকাল আর ১২-১ টা বাজে চকবাজার পর্যন্ত জ্যাম হয়ে যায়!! নাসিরাবাদ এর অবস্থা তো আরো খারাপ! এই স্কুল গুলার সামনে দেখলে মনে হবে বাংলাদেশে মাথাপিছু সবার গাড়ি আছে!
মন্তব্য করতে লগইন করুন