মা দিবস!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ১০ মে, ২০১৫, ০৯:২৪:০৪ সকাল
গতকাল থেকে আমার বউয়ের মেজাজ অস্বাভাবিক রকমের ভাল । কোন জারি নাই , নাই কোন অভিযোগ । আমি তাতে ঝড়ের আগাম পূর্বাভাস ভেবে খানিকটা চিন্তিত ।
সন্ধ্যা পড়তেই বউ বলল " কালকে (আজ) মা দিবস । মেয়ের স্কুলে আমাকে অভিভাবক হিসাবে কিছু বলতে হবে। "
আমি বললামঃ "তো "??
বউ বললঃ "প্রাইম মিনিস্টার " এর ভাষণ কি "প্রাইম মিনিস্টার" লেখে না তার ব্যাক্তিগত সচিব ??
আমি বললামঃ "পি এম" এর কি আজাইরা সময় আছে? অবশ্যই সচিব লেখে ।
বউ বললঃ তাইলে ......."তো" "তো" বলে তোতলাচ্ছ কেন ? লেখা শুরু কর ।
ছোট করে লিখবা যাতে মুখ ব্যাথা না করে । আরেকটা কথা তোমার ঐ ফেবুর ছাইপাঁশ লেখার মত আজাইরা ত্যানা প্যাঁচাবা না !!! বাসায় এমনেই ত্যানার অভাব ।
আমি " জো জাহাঁপনা" টাইপের একটা ঢেঁকুর গিলে, উদাস মনে ভাবি মা নিয়ে আর কি ই বা লেখবার আছে ?
“ প্রত্যেক কিছুরই তো একটা গল্প আছে । কিভাবে একটা ছবি দেয়ালে উঠল ?? কিভাবে একটা দাগ মুখে চেপে বসল ? তাই কোন গল্প খুব সাধারন ! কোনটা জটিল ! কোনটাবা হৃদয় ছোয়া মর্মস্পর্শী । কিন্তু ধ্রুব সত্য হচ্ছে প্রতিটি গল্পের বিভাজনে "মা" র কথাই ঘুরে ফিরে আসে । কেননা তার থেকেই যে তোমার সবকিছু শুরু ।
(There's a story behind everything. How a picture got on a wall. How a scar got on your face. Sometimes the stories are simple, and sometimes they are hard and heartbreaking. But behind all your stories is always your mother's story, because hers is where yours begin.)
'মা' তুমি ছাড়া কি আমাদের একদিনও চলে ??? হুম্মম তাইলে মা দিবসের মাজেজাটা কি ??
নাহ ......আবার ত্যানা প্যাঁচানি !!
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক কথায় হাজার কথার সমাপনী
মন্তব্য করতে লগইন করুন