সুখের ঠিকানা !!
লিখেছেন লিখেছেন ইমরোজ ০৯ মে, ২০১৫, ০৮:৩৪:৫৮ সকাল
১৩০ দিন পর বাসায় ফিরে দরজা খুলতেই দেখি তিন মেয়ে দাঁড়িয়ে । উল্লাসে ঝাঁপিয়ে পড়ে তিনজন সারা গায়ে কিলবিল ।
নাহ ! তিতা করলার দেশে হোমটা এখনও সুইট হোম !!
আমার অতি খায়েশে তাদেরকে লাইন ধরে দাঁড় করানো হল ।
তারপর রয়াল হাইনেসের মত হাতে আর গালে চুমুর পর চুমু ।
২২ ঘণ্টার অসহ্য উড়ো ভ্রমনের ক্লান্তি তাতে একনিমিষে উবে গেল !
তিনটাকে জড়িয়ে ধরে মনে মনে গুনগুণ করে বলি
তোমরা যে বলো দিবস-রজনী
'ভালোবাসা' 'ভালোবাসা'—
সখী, ভালোবাসা কি ইহারে কয় ?
ইহা কি শুধুই সুখময় !!
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আশা করি একদিন বাবা হবেন । আপনাকে ধন্যবাদ ।
আমি দুয়া করব আশা করব জান্নাতে সবাইকে পিছনে ফেলে আপনি আপনি আগেই পৌছে যাবেন ভাইয়া । ইনশা আল্লাহ
মন্তব্য করতে লগইন করুন