মেরিন প্রজাতি !!!

লিখেছেন লিখেছেন ইমরোজ ০৬ মে, ২০১৫, ০৯:৫৮:১৭ সকাল

ভাই আপনি কি করেন ??

আমি একটু ঠাট দিয়া বলি "মেরিনার । ইউ নো ; ওশেন গোয়িং শিপ , আমি ওখানে কাজ করি । "

ও আচ্ছা আপনি মেরিন ইঞ্জিনিয়ার ।

আমি বলি " না !না ! আমি নেভিগেশন করি । আমি মেরিন অফিসার । "

ও আচ্ছা আপনি মেরিন নেভিগেশন ইঞ্জিনিয়ার ।

আমি শেষমেশ হাল ছেড়ে দিয়ে মাথা এমন ভাবে নাড়াই যার মানে হ্যাঁ কিংবা না ।।

ডাক্তার আর ইঞ্জিনিয়ার প্রফেশনের প্রতি আমাদের মুগ্ধতা প্রায় ৫০ বছরের । মনে আছে কলেজে থাকতে বুয়েটে পড়া কোন বড় ভাই দেখলে এত ফিদা হয়ে যেতাম ; পারলে পায়ে পড়া পানি খাই । মা কথায় কথায় উদাহরণ দিতেন অমুকের ছেলে ডি এম সি পড়ে তমুকের ছেলে বুয়েটে । তাই মেরিন ইঞ্জিনিয়ার হিসাবে পরিচিত হতে খুব খারাপ লাগে না ।

মেরিন প্রফেশনের প্রতি আমাদের বেশীর ভাগের ধারনাটাই ক্যামন সেকেলে এবং ভাসা ভাসা ।

আমার নানু আমাকে প্রায়ই জিজ্ঞেস করতেন " আচ্ছা দিনে না হয় জাহাজে থাকস বুঝলাম ; কিন্তু রাতে কই থাকস ?"

আমার মা এখনও ভাবে " জাহাজে আমার সময় কাটে কিভাবে ?? "

বন্ধুরা চোখ টিপে বলে হুম্ম পোর্টে পোর্টে সানি লিওন । আচ্ছা তোরা কি পানি খাস না ?? সারাদিন কি লাল পানি ????

আমার বউয়ের বান্ধবী দেখা হলেই বউকে বলে "তার আত্মীয় অমুক খালাসী ভাই একটা ৪২০ _মানে... আমার স্ক্রু টাইট দিয়ে রাখতে ??? "

মাঝে মাঝে ভাবি সকলের উলাউঠা ধারনা দূর করতে মেরিনার প্রফেশন নিয়ে একটা ইনসাইক্লোপিডীয়া লিখে ফেলি । সেখানে থাকবে মারকেন্টাইল মেরিন প্রফেশনের তিনটি বিভাগ ডেক / ইঞ্জিন / ক্যাটারিং এর কথা ।

ডেক প্রজাতিরা হয় মেরিন অফিসার আর ইঞ্জিনিয়ার রা হয় মেরিন ইঞ্জিনিয়ার । ইঞ্জিনের প্রধান চীফ ইঞ্জিনিয়ার । ডেকের প্রধান চীফ অফিসার । তার অধীনেই ক্যাটারিং থাকে আর ক্যাটারিং এর ইনচার্জ চিফ স্টুয়ার্ড অথবা চীফ কুক । আর জাহাজের গৃহ কর্তা কে আমরা বলি মাষ্টার; যাকে ক্যাপ্টেন নামে ডাকা হয় ।

ওঁ হ্যাঁ !! জাহাজ দিনে রাতে সবসময়ই চলে । মাঝ সাগরে রাতে আর কই যামু ?? থাকার জন্য ২৫-৩০ জনের হিসেবে একটা ফার্স্ট ক্লাস আকোমোডেশনের ব্যাবস্থা আছে ।

এখানে কাজের বিনিময়ে খাদ্য । তাই সময় কিভাবে কাটে তা ভাবা অর্থহীন । নরমাল ডিউটি দিনে ১০-১২ ঘণ্টা ; পোর্টে আসলে কোন হিসাব নাই । আরেকটা কথা সানি লিওন তো দুরের কথা মাদাম তেরেসার দিকেও তাকানোর সময় বা সুযোগ নাই । বেশীর ভাগ মেরিনাররাই লোফর পোলাদের ভাষায় কুদ্দুস জীবন কাটায় । এবং এরা পরিবারের প্রতি নিবেদিত এক গৃহপালিত দুপেয়ে জীব।

আহা! লাল পানি এখন শুধু জাহাজের জিরো এলকোহল পলিসির বইয়েই পাওয়া যায় ।

আরও অনেক অনেক কিছু ভেঙ্গে বলতে ইচ্ছে করছে । কিন্তু পরক্ষণেই ভাবি কি দরকার? রহস্যই থাকুক না !!! প্রজাতি হিসাবে

আমরা আসলেই একটা রং বাজ আইটেম। অন্তর্মুখী ! ক্ষতি কি !!

হয় যদি বদনাম হোক আরো ,

আমরা তো কখনই ছিলাম না কারো !!!

বিষয়: বিবিধ

১৫০৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318409
০৬ মে ২০১৫ সকাল ১০:২৪
মেঘবালক লিখেছেন : ভালো লাগলো। Applause Applause Applause
০৬ মে ২০১৫ দুপুর ০১:৫৯
259671
ইমরোজ লিখেছেন : ধন্যবাদ আপনাকে ।
318435
০৬ মে ২০১৫ দুপুর ০১:৫৩
আফরা লিখেছেন : ভাল আছেন তো ভাইয়া ? অনেক দিন পর এলেন । আতিক ভাইয়া বলেছিল কয়েক মাস থাকবে না কিন্তু এখনো আসেন নাই ।

কিছু পেশার ব্যাপারে আমাদের ভুল ধারনা আছে এটা ঠিক ।

ধন্যবাদ ভাইয়া ।
০৬ মে ২০১৫ দুপুর ০১:৫৮
259670
ইমরোজ লিখেছেন : আমার অনেকদিন না আসার কারন আমার সাগরে যাওয়া না যতটুকু তারচেয়ে বেশী পাসওয়ার্ড হারিয়ে ফেলা Winking। ধন্যবাদ তোমাকে ।
আতিক আগামী মাসে আসবে ।
318479
০৬ মে ২০১৫ বিকাল ০৫:৫৪
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

মেরিন প্রজাতির কথা জেনে ভালো লাগলো! আমরা সুইডেন থেকে ফিনল্যান্ড শিপে করে গিয়েছিলাম! সাগরের মাঝে মাঝ রাতের অনুভূতি অন্যরকম!

আমি হসপিটালে গেলে ডক্তর,প্লেনে উঠে পাইলট, শিপে চড়ে মেরিনারদের জন্য অনবরত দোআ করি! ইয়া আল্লাহ! উনারা কেউ যেনো বউ এর সাথে ঝগড়া করে এসে ড্রাইভ না করে Worried!

চমৎকার সব গল্প শোনার অপেক্ষায় রইলাম- Day Dreaming
০৭ মে ২০১৫ সকাল ০৭:২১
259784
ইমরোজ লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম । আপনার দোয়ার জন্য ধন্যবাদ ।
But A professional is the one who can do the job even he does not feel to do it....
318491
০৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩৯
শেখের পোলা লিখেছেন : বাঃ বেশ বলেছেন৷ অভিজ্ঞতার কিছু শেয়ার করুন, শুনি৷ধন্যবাদ৷
০৭ মে ২০১৫ সকাল ০৭:২২
259785
ইমরোজ লিখেছেন : ধন্যবাদ । ইনশাআল্লাহ ভবিষ্যতে ।
318505
০৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগল।
মেরিন প্রফেশনাল দের সম্পর্কে ধারনা জলদস্যু মারফত কিনা!!

০৭ মে ২০১৫ সকাল ০৭:২৩
259786
ইমরোজ লিখেছেন : হা হা । তাইলে তো ধারনা ভয়ঙ্কর হওয়ার কথা ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File