শুভ জন্মদিন !!
লিখেছেন লিখেছেন ইমরোজ ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:১০:১৩ বিকাল
মধ্যবিত্ত পরিবারে ঘটা করে কিটি জন্মদিন পার্টি !!! নাহ ! সেই সুযোগ কোথায় ছিল ?? সাধের সাথে সামর্থ্যের যে একটা যোজন দূরত্ব ছিল । মনে করিয়ে না দিলে তখন খুব বেশী "শুভ জন্মদিন" শোনাও যে হত না । তবে আর কেউ মনে না রাখলেও মা ঠিক ই মনে রাখতেন । তাই জন্ম দিনে দুপুর অথবা রাতের কোন এক বেলায় বিশেষ রান্না হত । মাসিক বাজেট খুব বেশি ভারসাম্যহীন না হলে মা থেকে উপহার সহ টু পাই কিছু পাওয়া যেত । তাই দিয়ে বন্ধুদের আবদার মিটানো যেত । তবে উদযাপন হোক বা না হোক , জন্মদিন এলে খুব ভাল লাগত । অ্যাডাল্ট হয়ে যাচ্ছি !! করা যাবে না, ধরা যাবে না; লাইন টা পার হয়ে যাচ্ছি ... এমন একটা রোমাঞ্চকর অনুভুতি হত । পোনা মাছ হয়ে থাকতে কার ই বা ভাল লাগে ।
এই বয়সে এসে জন্মদিনের অনুভূতিটা কি একই রকম ??...... নাকি এ কি হেঁচকি দিয়ে উঠা এক ভোঁতা অনুভুতি কিংবা "ওহ নো আরেকটা বছর গেল " টাইপের অনুভুতি ।
মন আর শরীরের দূরত্বটা কি আসলেই বাড়ছে ??? .তার সাথে .".ইস এটা যদি করতাম তবে ওটা পেতাম" ..আনমনে কি শুধু এই হিসেবই চলছে ???
হুম ম ম ..আমি আসলেই যা তা !!! যতসব নেগেটিভ ভাবনা !!
নিজেকে নিজেই নাড়া দিয়ে বলি ..be positive. সব ই নিছক এক সংখ্যা !! তাই কি ??
যাই হোক মুল প্যাঁচালে আসি । আজ যাদের জন্মদিন; শুভ জন্মদিন তাদের । মজায় কাটুক দিনটি তাদের ।
আজ হোক "জীবনে যা পেয়েছি" তার জন্য ধন্যবাদ দেয়ার দিন । আজ হোক হাতের মুঠো খুলে হিসেব না কষার দিন ।
তারা শুনুক বা নাই বা শুনুক; আজ অবশ্যই প্রিয় মানুষগুলোকে মুখ ফুটে বলবার দিন
"Hello sweet hearts !! There is no better time than right now to be happy. Happiness is a journey, not a destination and my journey is always with you !!! "
বিষয়: বিবিধ
৯৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন