গ্রীন বে ডাইরি!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ১৭ জানুয়ারি, ২০১৫, ০৪:৪৮:১৫ রাত
আমার অনেক ইজ্জতমারা নিক নেমের মধ্যে একটি ছিল সার্কিট অফ । আমার ব্যাচমেটদের বদৌলতে পাওয়া এই নাম । ভাবতাম, আমার মত এত হাই কিউ আলা উম্পালুম্পারে উলাউঠারা না বুঝে এই নাম দিয়েছে !!! কিন্তু এই জাহাজে এসে মনে হচ্ছে; না নামটা ঠিক ই আছে । এই গ্রীন হেল জাহাজ আমরা অ্যামেরিকানদের থেকে বগল দাবা করেছি ১৬ দিন হল । ইউক্রেনিয়ান আর ইন্দোনেশিয়ানদের নাবিকদের মাঝে আমি এক এলিয়েন । বেছে বেছে সব বেবিফেস নবীশদের এখানে উপহার দেয়া হয়েছে । কোন সহজ জিনিসই সহজে হয়না । একটার পর একটা বিরতিহীন সমস্যা । উত্তাল সাগরে দুলতে দুলতে অ্যাটল্যান্টিক পাড়ি দিয়ে ভূমধ্যসাগরে এসে শুনি, আমার মধ্যবয়স্ক অবিবাহিত খালা চলে গেছেন না ফেরাদের দেশে । জীবন আসলে তাকে কিছুই দেয়নি । ২০১৪ !!! এত নিঠুর না হলেও পারত !! প্রথমে বাবা তারপর দাদী আর একেবারে শেষ দিনে খালা । আমি তবু এই নাওয়া খাওয়া ভোলা অল কোয়াইট সী ফ্রন্টে পেপার ওয়ার্কের আইসবার্গের নীচে চাপা পড়ে এমন ভান করছি এই জাহাজই আমার জীবন। বাকি সব মরিচীকা। কি অদ্ভুত ! জীবন কারও জন্যই কি থেমে থাকে না ? যত গভীর রক্তের বা আত্মিকতার সম্পর্কই হোক না কেন ! নাহ; এ চরম সত্যটা হজম করতে আসলেই কস্ট হচ্ছে।
হুম ম ম ম ...............আমিময় স্বার্থপর প্রাণীটি উদগ্রীব হয়ে দাঁড়িয়ে আছি ওপাড়ের জীবনের ফ্রেমে আসবার জন্য !!! এই নশ্বর জীবন যে আসলে কতগুলো ছোট ছোট সুখময় মুহূর্তের ফ্রেমে বাঁধা।
As they say LIFE defines by moment.
গভীর রাতে বিছানায় ধপাস করে পড়ার আগে , আমার ১৪ই জানুয়ারির বার্থ ডে কিউটির কথা ভেবে গুনগুন করে গাচ্ছি ;
যব কই বাত বিগাড় যায়ে
যব কই মুশকিল পড় যায়ে
তুম দেনা সাথ মেরা ও হামনাবায!!!
(গ্রীন বে// সুয়েজ খাল, মিশর)
বিষয়: বিবিধ
১২০৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার লিখায় ভালোলাগা রেখে সাথেই রইলাম।
ভালো থেকো...
মন্তব্য করতে লগইন করুন