যত দোষ ...ঐ ব্যাটা ফেবু ঘোষ !!!

লিখেছেন লিখেছেন ইমরোজ ২৭ নভেম্বর, ২০১৪, ০৬:২৫:৩৫ সন্ধ্যা

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে বিজ্ঞ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, পরীক্ষা চলাকালীন ফেসবুক বন্ধ রাখা যায় কি না, এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হবে ।

তদন্তে মনে হয় পাওয়া গেছে যত দোষ ...ঐ ব্যাটা ফেবু ঘোষ !!!

এতে একজন বেত্তমিজ মতি পাঠক বলেছেনঃ বাহ !! কেয়া আইডিয়া স্যার জ্বী!!

প্রশ্নপত্র ফাঁস ক্যামনে বন্ধ করা যায় ঐ বেত্তমিজ ভাইয়ের মন্তব্যের সুত্র ধরে_ আমার কয়েক খান কথা ছিল !! যদি একটু শুনেন !!!

(এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়

১) পরীক্ষাকালীন মাসে ফেসবুক বন্ধ রাখতে হবে ।

২) যেহেতু মোবাইল ও ল্যান্ড ফোনেও প্রশ্নপত্র ও নকল সাপ্লাই হয়, কাজেই ওই সময় সকল ফোন ও মোবাইলের নেটওয়ার্কও বন্ধ রাখতে হবে ।

৩) ফটোকপির দোকানে যাতে প্রশ্নপত্র কপি করা হয়, কাজেই সারাদেশে ফটোকপির দোকান বন্ধ রাখতে হবে ।

৪) প্রশ্নপত্র সাপ্লাইয়ের জন্য যাতে কেউ শারীরিকভাবে যেতে না পারে তার জন্য পরীক্ষার সময় দেশে ১৪৪ ধারা জারি করতে হবে । তাতে পরীক্ষার্থী বা তার পরিবারের কেউ পরিবারের সদস্য ছাড়া কারো সাথে দেখা করতে পারবে না ।

৫ ) যেহেতু ১৪৪ ধারা জারি হইলে পরীক্ষার্থীর হলে যাইতে অসুবিধা হবে তাই সকল পরীক্ষার্থীকে নিজ নিজ পরীক্ষা হলে হলবন্দী (নজর বন্দী ) করতে হবে ।

হুম্মম্ম এখন এই পদ্ধতিগুলো ক্যামনে বাস্তবায়ন করবেন সেইটা আপ্নাগোর ব্যাপার ।

এই ব্যাপারে হেমায়েতপুরে একটা গোল টেবিল বৈঠক দিতে পারেন !!!

আর এই পদ্ধতিতে কি লাভ হইবে ??

আবার জিগায় !!!

১) যারা প্রশ্ন পত্র ফাঁস করছেন সেই প্রানপ্রিয়দের সাথে টক্কর লাগতে হবে না । পরিক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য তাদের পোষ্ট মরটেম করতে হবেনা ।

২) "আমাদের শিশুদের লেখাপড়ার দরকার নেই.".....এই জাতীয় ছিঁচকাঁদুনী দিতে হবে না

৩) মেধা শুন্য জিপিএ ৫ বাম্পার ফলন কারীদের জন্য নোবেল পাওয়ার দাবী জোরালো হবে ।

কি কইলেন !! বেশি হয়ে যাচ্ছে !! তাইলে অফ যাই !!

মাগার কথাগুলো আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি ; কিছু খাই নাইক্কা ।

খোদার কসম !! আমি কিছু খাইনা ; মানে বৃহস্পতির রাতে এত তাড়াতাড়ি কিছু খাই না !!

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288922
২৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ভালো লাগলো
২৭ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪১
232661
ইমরোজ লিখেছেন : ;Winking ;Winking ;Winking
289003
২৭ নভেম্বর ২০১৪ রাত ১১:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশে মানুষের কথা বলাও নিষিদ্ধ করতে হবে!
একজনের একজনের কানে কানে প্রশ্ন ফাঁস করে দিতে পারবে!!!
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৮
233159
ইমরোজ লিখেছেন : হা হা ভাল বলছেন । Tongue Tongue আপনেও আমার লাইনের লোক । Rolling Eyes

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File