হ্যালো প্রথম প্রেম !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ২৭ অক্টোবর, ২০১৪, ০১:০৩:৪৬ দুপুর
বাংলা লিঙ্কের কল ড্রপের ফার্স্ট লাভ এর ডিজুস এড দেইখা _আমাদের ব্যাকডেটেড যুগের প্রথম প্রেমের ছেঁকা খাওয়া একটা চিঠি রচনা করার চুলকানি হইছে...আশা করি মাইন্ড খাইবেন না আর জিলাপীর প্যাঁচ খুজিবেন না >>>>>>>>>
হ্যালো প্রথম প্রেম !!!
সবুজ পাহাড়ি অরণ্যে আর সমুদ্রের লোনা বাতাসে মাখা টাইগার পাস ,সি আর বি , জামাল খান আর চট্টেশরী রোডের ছায়াঘেরা রাস্তার নির্জনতা মাড়িয়ে শেষ বিকেলের ক্ষণে বাটালী পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি.. পড়ন্ত সূর্যটা একসময় দিগন্তহীন সাগরের বুকে হারিয়ে যাচ্ছে , আমি শূন্য দৃষ্টিতে তোমার দিকে চেয়ে ভালবাসার সনাতন ফর্মুলাটা বের করতে চাচ্ছি । তোমার হৃদয় এর সবটুকু ভালবাসা মনের গহীনে জমে আছে !! কার জন্য জানা নেই ??
অথচ ভালবাসার অনুভূতিটা কে স্বর্গীয় জাদুকরী মনে করে আর তোমাকে পেলেই জীবন সার্থক ভেবে_ আমার সারা বেলার অপেক্ষা । অবশেষে বেলা শেষে আমি ক্লান্ত হয়ে ভাসমান জলযানে পতেঙ্গা মোহনার দিগন্ত রেখা থেকে দূর থেকে দূরে ...
দিনেকের দেখা, তিলেকের সুখ,
ক্ষণিকের তরে শুধু তোমার মুখ--
ইতি
শূন্যস্থান পূরণ করতে না পারা অসমাপ্ত বাক্য !!!
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন