ফেসবুকের আমি !!!

লিখেছেন লিখেছেন ইমরোজ ২০ অক্টোবর, ২০১৪, ০৯:৫৩:৩২ রাত



ফেসবুকের আমি কে ইদানিং বড্ড অচেনা মনে হয় । ফেবুর আয়নার ওপারের ভার্চুয়াল আমি আর এই আমি যে যোজন যোজন দুরে !! সবকিছুতেই সে যে আমার চেয়ে সেরা । প্রোফাইল চেহারাটা তার নূরানি গ্লামারময় ; বয়সটাও অনেক কম ।মনে হয় আমি তার আঙ্কল ।

অনেক অনেক বন্ধুময় সে যেন বাস্তবের আমিকে পরিহাস করছে ।

বাস্তবের বন্ধুত্বের চক্রাকার সার্কেলটি যে বড্ড জটিল ফরমুলাময় ।

আগন্তক=>বন্ধু =>প্রিয় বন্ধু => আবার আগন্তক !!!

তাই আমাকে আজ বন্ধুদের হারিকেন দিয়ে গুনতে হয় !!

ফেবুর আমি চটপটে সদালাপি , কত সুন্দর করে গুছিয়ে সে কথা বলে আর কারনে অকারনে "লোল" করে ।

সব্জান্তা শমসেরময় সুশিল সে । রাগটাও দেখি তার বড্ড কম , সে যেন এযুগের পারফেক্ট কুল গাই ! তার সদুপদেশে আমি নিজেই ফিদা। অবাক হয়ে ভাবি, আমার জীবনে তার প্রয়োগ হবে কবে??

অনুভুতি রোমান্টিকময় কবি এই ফেবু আমি । তার সাথে সৎ, চরিত্রবান, দেশপ্রেমী ভালো মানুষময় ফ্লেভার ।

দিনে দিনে ফেবুর আমি আর এই আমি উনিশ বিশ থেকে দশ বিশে ।

নাহ !! এই ফেবুর আমিকে আসলেই হিংসে হয় । অস্থির হয়ে ভাবি কবে আমি ফেবুর আমি হব ?? আদৌ কি হব ???

বিষয়: বিবিধ

১০৬১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276503
২০ অক্টোবর ২০১৪ রাত ১০:৩০
ফেরারী মন লিখেছেন : যা আছেন সেটাই ভালো। বেশী চাকচিক্য ভালো নয়।
২০ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৯
220479
ইমরোজ লিখেছেন : Facebook gives people an illusory sense of being LIKED.”
― Mokokoma Mokhonoana
276583
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৬:০১
কাহাফ লিখেছেন :
নিজে কে উপস্হাপনের জন্যে আমাদের যে চেষ্টা, তা যদি কিছুটাও নিজে কে সংশোধনের জন্য হতো তাহলে আমরা সবাই অনন্য এক মানুষ হয়ে যেতাম!
আপনার ফেইসবুক লিংক কী.......?
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২১
220709
ইমরোজ লিখেছেন : সুপার লাইক ।
ফেবু লিনক তো আপনি জানেন !!
২২ অক্টোবর ২০১৪ রাত ০৩:৩৭
220931
কাহাফ লিখেছেন :
জ্বী ভাইয়া, আগে বুঝতে না পারলেও- এখন আপনার ফেবু লিংক জেনে ফেলেছি......!
ধন্যবাদ আপনাকে আবারো......Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File