সব মদনই মদন না !!!!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ১১:০৮:০২ রাত
একজন মদন (I) আর একজন বিশিষ্ট আঁতেল (A) পাশাপাশি ট্রেনের সিটে চট্টগ্রাম যাচ্ছিলেন ।
মদনকে দেখে আঁতেল ভাবলেন এই আবুলের সাথে একটু মজা করা যাক ।
আঁতেল তাকে বললেন , চলুন আমরা একটা মজার কুইজ খেলা খেলি ।
মদন তাতে সায় দিলেন না ।মদন আঁতেলকে বিনীত ভাবে বললেন , আমি খুব ক্লান্ত। আমি ঘুমাব।
আঁতেল তাতে কর্ণপাত না করে বললেল " বিশ্বাস করুন , এই খেলাতে আপনি খুব মজা পাবেন । আমি আপনাকে প্রশ্ন করব আপনি উত্তর দিতে না পারলে ৫০ টাকা দিবেন আর আপনার প্রশ্নের উত্তর দিতে না পারলে আমি আপনাকে ৫০ টাকা দিব। মদন তবুও রাজী হলেন না ।
আঁতেল নাছোড়বান্দা ! তার মধ্যে একটু জিদ ও চেপে গেল। তাই মদনকে তিনি বললেন , আসুন আমরা এইভাবে খেলি ; আমার প্রশ্নের উত্তর দিতে না পারলে আপনি আমাকে ৫০ টাকা দিবেন আর আপনার প্রশ্নের উত্তর দিতে না পারলে আমি আপনাকে ৫০০০ টাকা দিব ।
মদন এবার একটু নড়েচড়ে উঠলেন । বলল ঠিক আছে আমি খেলতে রাজী ।
ঠিক হল আঁতেল প্রথম প্রশ্ন করবে । আঁতেল মদনকে প্রশ্ন করলেন
"পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব কত ??? "
মদন কিছু না বলে মানি ব্যাগ থেকে ৫০ টাকা বের করে দিলেন ।
আঁতেল টাকা পেয়ে মহাখুশি , ভাবলেন! এই ব্যাটা কি আর এমন কঠিন প্রশ্ন করবে ???
নিয়ম মাফিক এবার মদন আঁতেল কে প্রশ্ন করলেন " আচ্ছা বলুন তো এমন একটা জিনিসের নাম, যা তিন পায়ে পাহাড়ের উপর উঠে আর চার পায়ে নামে ???
আঁতেল প্রশ্ন শুনে বিচলিত হলেন , কারন উত্তর যে জানা নেই । ল্যাপটপে ইন্টারনেট সার্চ দিয়েও উত্তর পেলেন না । অনেক বন্ধূকে ফোন দিয়েও জিজ্জেস করলেন , কিন্তু উত্তর মিলল না ।
শেষমেশ নিরুপায় হয়ে ঘুমিয়ে পড়া মদন কে জাগিয়ে ৫০০০ টাকা দিলেন । মদন টাকাটা পকেটে ভরে কিছু না বলে আবার ঘুমাতে লাগল । ব্যাপারটায় আঁতেল একটু অবাক হলেন ।
তিনি আবার মদনকে ঘুম থেকে জাগিয়ে জিজ্জেস করলেন " আপনার প্রশ্নের উত্তর টা কি ???
মদন এবারও কিছু না বলে আঁতেলের হাতে ৫০ টাকা ধরিয়ে দিলেন । তারপর স্মিত হেসে আঁতেলের দিকে তাকিয়ে বললেন
" এবার তো আমার প্রশ্নের পালা, তাই না !!! "
বিষয়: বিবিধ
১২৮২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরকম একজন আঁতেলকে পেলে মন্দ হত না বন্ধু।
শুভেচ্ছা রইলো।
শুভরাত্রি।
মন্তব্য করতে লগইন করুন