বার আনা হত্যা আর চার আনা আত্মহত্যা !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ০৫ আগস্ট, ২০১৪, ০২:১৮:২৭ দুপুর
কাওড়াকান্দি থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে লৌহজংয়ের মাওয়ায় আসার পথে এমভি পিনাক-৬ নামের একটি যাত্রীবাহী লঞ্চ পদ্মা নদীতে অতিরিক্ত যাত্রীর চাপে ও বৈরী আবহাওয়ায় ডুবে গেছে ।
আপনি নিশ্চয়ই ভাবছেন "আবারও ????"
এ ঘটনায় এখন পর্যন্ত এক শিশু ও এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে প্রায় দেড়শতাধিক যাত্রী। প্রবল স্রোতে কতজন নিজের জীবনকে ভাসিয়ে রাখতে পারবেন তা নিয়ে শঙ্কা আছে ।
আমরা জানি এই জীবনগুলোকে নিছক খুন করা হয়েছে । আর এদের প্রত্যক্ষ হত্যাকারী হল লঞ্চমালিক , লঞ্চটির চালক, বিআইডব্লিউটিএ’র মাওয়া নদীবন্দরের কাওড়াকান্দি ঘাটের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং মাওয়া অঞ্চলে নৌচলাচল তদারকির বিশেষ দায়িত্বপ্রাপ্ত সমুদ্র পরিবহন অধিদপ্তরের ‘প্রকৌশলী ও জাহাজ জরিপকারক’। স্তাবিলিটি জানা প্রফেশনাল লোকগুলির দায়িত্তের এই চরম অবহেলা দেখে সংশয় জাগে দেশের সব সরকারী গুরুত্বপূর্ণ পদ গুলি কি আজ মানুষ নামক নোংরা আবর্জনাদের দখলে ???
আর এই দেশে নৌ পরিবহন মন্ত্রী হতে কি যোগ্যতা লাগে, আমাকে কি কেউ দয়া করে বলবেন ?? আদৌ কি কোন যোগ্যতা লাগে !!!
বাঙ্গালির সব সময়ের মূল্য রাস্তাঘাটে । তাই চালকরা কেউ কাউকে সাইড দিতে চান না। পথচারীরা সুইসাইড মিশনের মত রাস্তা পারাপার হন। আর বিপদ আছে জেনেও আমরা অতিরিক্ত যাত্রী হিসাবে বাস ট্রেন আর লঞ্চে চেপে বসি । তাই এই ঘটনা গুলোকে শুধু হত্যা বললে ঠিক হবে না বরং এর কমপক্ষে চার আনা আত্মহনন ।
জাতি হিসাবে আমরা এত অস্থির কেন, কে জানে ????
বছরের পর বছর এই লঞ্চ ডুবি হচ্ছে । আর আমরা আহ ! উহ! করছি । এই দেশে যাদের অর্থ নাই তাদের জীবনের মূল্য রাস্তার বেওারিশ কুকুর বিড়ালের মতই অর্থহীন ।
তাই ঐ মানুষ নামক লোভীদানবগুলি টাকা আর ক্ষমতার জোরে নাম কা ওয়াস্তে তদন্তে পার পেয়ে যাবে, তা ভাবতেই গা ঘিন ঘিন করে ; অসুস্থ লাগে ।
এ দেশে আমরা দিনে দিনে কি পচে যাচ্ছি ???
খোদা তুমি কি এখানে আছ ??? নাকি দুরগন্ধময়তায় নিজেকে সরিয়ে রেখেছ !!!
বিষয়: বিবিধ
১০৬২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কারণ , এদেশের মানুষের '' শেকড়ের টানে যেতেই হবে'' এরকম মন মানসিকতা যতদিন থাকবে ততদিন এরকম হতে থাকবে ।
মন্তব্য করতে লগইন করুন