স্বর্গের গন্তব্যে সাদা রঙের ট্রেনটি !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ১৮ জুলাই, ২০১৪, ০৮:১০:০৩ রাত
লোকাল ট্রেনটি মাঝে মাঝে একেকটা ষ্টেশনে থামছে আর যাত্রীরা উঠানামা করছে । নেমে যাওয়া যাত্রীদের জন্য একই বগির কিছু সহযাত্রী ক্ষণিকের জন্য হা হুতাশ করছে, কিন্তু ট্রেনটি চলতেই তাদের বায়বীয় কষ্ট গুলো দ্রুতই উবে যাচ্ছে । সব ভুলে তারা আবার আপনা বগিতে নতুন পরিকল্পনায় ।
এই ট্রেনে চেপে কতগুলো ষ্টেশন পার হয়েছি আজ তা ধুসর মলিন স্রিতি । আর সবার মত আমারও জানা নেই কোন ষ্টেশনে আমার গন্তব্য । টিকেটের গায়ে গন্তব্য স্টেশনটার নাম লেখা আছে বটে, তবে তা দুর্বোধ্য ,পড়বার সামর্থ্যের বাইরে । অবশ্য যার নামবার সময় হচ্ছে টিকেট চেকার তাকে জানান দিয়ে যাচ্ছে ...... কখনওবা অনেক আগেভাগে, কখনওবা ঠিক পৌঁছার আগ মুহূর্তে । যারা নেমে যাচ্ছে তারা ঠিক কোথায় যাচ্ছে তা জ্ঞানের অভাবে নিশ্চিত করে বলতে পারছি না । শুনেছি দি ষ্টেশন মাস্টারের অন্ধকার স্যাঁতসেঁতে ওয়েটিং রমে রুমালে নাকে চেপে অসহায়ের মত তারা অপেক্ষমান । তিনি এসে ঠিক করবেন, কে সাদা শীততাপনিয়ন্ত্রিত ট্রেনে উঠবেন আর কে কাল (ব্যাখ্যাতীত ভয়ংকর) ট্রেনে !!!!
অথচ এই ক্ষণিকের লোকাল ট্রেনে উঠবার পর নামবার কথা এর আগে এত গভীরভাবে মনে করার সময় হয়নি । উঠবার পর থেকেই মগ্ন ছিলাম সুলভ থেকে কিভাবে শোভনে যাব, তারপর শোভন থেকে এসির প্রথম শ্রেণীর কামরায় ?? তাই ভেবে আর রিপুর তাড়নায় পরাস্ত হয়ে দিবা নিশি প্রতিনিয়ত ছুটেছি ভোগের পরিকল্পনার দৌড়ে আর বাড়তি ভাড়ার টিকেটের অর্থের খোঁজে ।
ইদানিং টিকেট চেকারকে আমার বগিতে প্রায়শই আসতে দেখি । অসহায় বোধ করি ।
আমার বগির চেনা যাত্রীগুলো একে একে সব মলিন মুখে নেমে যাচ্ছে । যাওয়ার আগ মুহূর্তে তাদের উৎকণ্ঠা দেখে আমি নিজেও অসহায় বোধ করি ।
নিজেকে আমতা আমতা করে জিজ্জেস করি সাদা ট্রেনে উঠবার ভাড়া আদৌ কি আমার আছে ???
সামনেই আরেকটি স্টেশন ; বাতাসে কর্পূরের গন্ধ । রেল লাইনের অপারের দূর অজানা থেকে কে যেন বিষণ্ণ সুরে গাইছে
"একদিন মাটির ভিতরে হবে ঘর -
ও মন আমার, , ,
কেন বাধ দালান ঘর??"
বিষয়: বিবিধ
১১২৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব, খুবি ভালো লাগ্লো আমার...
অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানবেন!
মন্তব্য করতে লগইন করুন