মুশকিল নেহি , না মুমকিন হে !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ০৫ জুলাই, ২০১৪, ০৮:৩৩:০৭ রাত
বং দেশের ডিজিটাল যুগে স্বামী বিক্রয় কেন্দ্র নামে এক শপিং সেন্টার চালু হয়েছে । শপিং সেন্টারটি পাঁচ তলা ।
এই শপিং সেন্টারে সব আকর্ষণীয় প্রোফাইলের পুরুষের মিলন মেলা । যত হাই রেটিং তত উপরের তলায় তাদের অবস্থান ।
কিন্তু এই শপিং সেন্টারের তিনটি অদ্ভুত নিয়মঃ
১) এখান থেকে যদি আপনি না কিনে ফিরে যান তবে আর কখনই এখানে প্রবেশের অনুমতি মিলবে না ।
২) আপনি কোন তলার শো রুমে ঢুকলে, সেই ফ্লোর থেকে অবশ্যই একজন পুরুষকে পছন্দ করতে হবে ।
৩) আর একবার উপরের তলায় চলে গেলে নিচের তলার শো রুমে ঢুকতে পারবেন না । নীচের দিকে যাওয়া মানে চিরতরে ফিরে যাওয়া ।
দুজন নারী আদর্শ স্বামীর খোঁজে সেই শপিং সেন্টারে প্রবেশ করলেন
প্রথম তালায় এসে দেখতে পেলেন শো রুমের দরজার কাছে একটি প্ল্যাকার্ড -সেখানে লেখা আছে
" এই পুরুষরা সবাই চাকরী করেন এবং তারা বাচ্চা ভালবাসেন "
তা দেখে একজন আরেকজনকে বললেনঃ "খারাপ না !!অন্তত এরা বেকার না । কিন্তু দোতালায় কি আছে দেখা যাক !!! "
তারা এক তালার শো রুমে প্রবেশ না করে দোতালায় চলে গেলেন । সেখানে গিয়েও একিই রকমের একটা প্ল্যাকার্ড দেখতে পেলেন কিন্তু লেখা ভিন্ন
" এই পুরুষরা সবাই উচ্চ বেতনের চাকরী করেন , তারা বাচ্চা ভালবাসেন এবং তারা সুদর্শন "
নারীরা তা দেখতে পেয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন । ভাবতে লাগলেন এক তলায় ঢুকলে কি বোকামিটাই না হত !!!তবু তারা দোতালার শো রুমে প্রবেশ করলেন না
ভাবতে লাগলেন তিন তলায় না জানি কি আছে??
তাই তারা তিন তলায় উঠলেন । সেখানের প্ল্যাকার্ড এ লেখা আছে
" এই পুরুষরা সবাই উচ্চ বেতনের চাকরী করেন , বাচ্চা ভালবাসেন , খুবই সুদর্শন এবং এরা নারীদেরকে সাংসারিক কাজে সহায়তা করেন ।"
দুই নারী তা পড়ে বিমোহিত , উচ্ছ্বসিত । তবু শো রুমে প্রবেশ করলেন না ; ভাবলেন আরেকটু উপরের তলায় গেলে ক্ষতি কি ?
যেই ভাবা সেই কাজ, চার তালায় উঠে পড়লেন । সেখানে গিয়ে দেখতে পেলেন লেখা আছে
" এই পুরুষরা সবাই উচ্চ বেতনের চাকরী করেন , বাচ্চা ভালবাসেন , খুবই সুদর্শন , এরা নারীদেরকে সার্বক্ষণিক সাংসারিক কাজে সহায়তা করেন এবং এরা খুবই রোমান্টিক ।"
দুই নারী প্রচণ্ড উত্তেজনায় WOW বলে উঠলেন , এই ধরনের একটা শপিং সেন্টারে আসবার সুযোগ পেয়ে বিধাতা কে ধন্যবাদ দিতে লাগলেন। কিন্তু শো রুমে ঢুকতে
গিয়েও তারা ইতস্তত করতে লাগলেন ; উপরে নিশ্চয়ই আরও ভাল কিছু আছে । শেষমেশ পাঁচতলায় উঠে পড়লেন । কিন্তু পাঁচতলায় দরজার বাইরে কোন প্ল্যাকার্ড দেখতে পেলেন না ।
প্রচণ্ড উত্তেজনায় তারা শো রুমের দরজা খুলে ভিতরে ঢুকে পড়লেন । ঢুকেই টাসকি খেলেন, পুরো ফ্লোর খালি ।
ইলেকট্রনিক বোর্ডে লেখা আছে
" এই ফ্লোরটি ইচ্ছে করেই খালি রাখা হয়েছে
শুধু এই কথাটি বলবার জন্য
নারীর মন জয় করা "মুশকিলই নেহি , না মুমকিন হে !!! "
স্ক্রিনের নিচে ছোট করে লেখা আপনাদের প্রবেশ নম্বর ..১২৩৪৫৬৭৮৯০ ./ ১২৩৪৫৬৭৮৯১..................... । এই পর্যন্ত সফল ক্রেতা ০০০ "
(পরিমার্জিত আকারে অনুদিত )
বিষয়: বিবিধ
১১১০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন