হ্যালো ডাঙ্গার পৃথিবী !!!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ২৪ জুন, ২০১৪, ০৭:২৪:২৯ সন্ধ্যা
সিন্দাবাদ, আম্রিগো, কলম্বাস আর কুকের উত্তরসূরিদের কি তোমরা চিন ???
তাদের কথা কি তোমরা কখনও ভাব ??? তারা কি শুধুই টাইটানিক আর ক্যাপ্টেন ফিলিপ্সের মত মুভিময় । তোমাদের সমাজে কি তারা অদৃশ্য,অপাংতেয় কিংবা ছাই ফেলতে ভাঙ্গা কুলো??
বিশ্বের আদিম এক পেশায় তাদের জীবন জীবিকা । পৃথিবীর ৭০ ভাগে তাদের নিরন্তর ছুটে চলা । বিশ্ব বাণিজ্যের ৯০ শতাংশই পরিবাহিত তাদের দ্বারা। বিশ্ব অর্থনীতিতে বার্ষিক আয়ের প্রায় ২০০ বিলিয়ন ইউএস ডলার তাদের খাত থেকে পাওয়া। তাই তোমাদের এই সভ্যতার সাফল্য গাঁথায় তিলে তিলে তাদের অবদান । অথচ তারা থেকেও কোথাও নেই ।
দিনের পর দিন,মাসের পর মাস আর বছরের পর বছর পরিবার স্বজন বন্ধুবান্ধবহীন কঠিন বৃন্দাবনে তাদের বসবাস । ইমেইল আর স্যাটেলাইট দুরালাপনির যোগাযোগ ছাড়া, প্রায়শই তারা তোমাদের বিশ্ব থেকে বিচ্ছিন্ন । ভূগোলে পড়া কমলালেবুকার প্রবল উত্তাল বিক্ষুদ্ধ প্রকৃতির সাথে আপোষ করে তাদের প্রতিটি দিন রাত্রি । কে কোন ধর্মের,কোন জাতের, কোন দেশের সেখানে এসব অর্থহীন । কর্মই তাদের ধর্ম যার তিনআনাই কঠিন কায়িক পরিশ্রমময়।
তোমরা যে নিতান্ত সাদাসিদে গনি মিয়াঁর খোঁজে সেখানে তা ভূরি ভুরি ।
আগামীকাল কি তাদের কথা ক্ষণিকের তরে ভাববার একটু সময় হবে,
জীবন জীবিকার ভারসাম্মে যে সব নাম না জানাদের অকাল সলিল সমাধি হয়েছে নীল অতল জলরাশির গহবরে??
Dear Sea Mates !!
Happy Seafarer Day !!!! Wishing you Bon voyage, Following Seas & Favorable Wind !!!
বিষয়: বিবিধ
১২৯৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিখাটা ডাবল হয়েছে, এডিট করতে পারেন।
তাদের তো প্রত্যেক বন্দরে নাকি বউ থাকে। এটা অবশ্য একজন জাহাজির কাছেই শোনা। তিনি আবার ট্রাম্প শিপ এর ক্যাপ্টেন।
নিচের আর্টিকেল টা পড়তে পারেন .।।
http://www.marineinsight.com/marine/life-at-sea/12-famous-myths-about-merchant-navy-people-have/
এটার দেখা পেয়েছেন ?
মন্তব্য করতে লগইন করুন