হ্যালো ডাঙ্গার পৃথিবী !!!!

লিখেছেন লিখেছেন ইমরোজ ২৪ জুন, ২০১৪, ০৭:২৪:২৯ সন্ধ্যা



সিন্দাবাদ, আম্রিগো, কলম্বাস আর কুকের উত্তরসূরিদের কি তোমরা চিন ???

তাদের কথা কি তোমরা কখনও ভাব ??? তারা কি শুধুই টাইটানিক আর ক্যাপ্টেন ফিলিপ্সের মত মুভিময় । তোমাদের সমাজে কি তারা অদৃশ্য,অপাংতেয় কিংবা ছাই ফেলতে ভাঙ্গা কুলো??

বিশ্বের আদিম এক পেশায় তাদের জীবন জীবিকা । পৃথিবীর ৭০ ভাগে তাদের নিরন্তর ছুটে চলা । বিশ্ব বাণিজ্যের ৯০ শতাংশই পরিবাহিত তাদের দ্বারা। বিশ্ব অর্থনীতিতে বার্ষিক আয়ের প্রায় ২০০ বিলিয়ন ইউএস ডলার তাদের খাত থেকে পাওয়া। তাই তোমাদের এই সভ্যতার সাফল্য গাঁথায় তিলে তিলে তাদের অবদান । অথচ তারা থেকেও কোথাও নেই ।

দিনের পর দিন,মাসের পর মাস আর বছরের পর বছর পরিবার স্বজন বন্ধুবান্ধবহীন কঠিন বৃন্দাবনে তাদের বসবাস । ইমেইল আর স্যাটেলাইট দুরালাপনির যোগাযোগ ছাড়া, প্রায়শই তারা তোমাদের বিশ্ব থেকে বিচ্ছিন্ন । ভূগোলে পড়া কমলালেবুকার প্রবল উত্তাল বিক্ষুদ্ধ প্রকৃতির সাথে আপোষ করে তাদের প্রতিটি দিন রাত্রি । কে কোন ধর্মের,কোন জাতের, কোন দেশের সেখানে এসব অর্থহীন । কর্মই তাদের ধর্ম যার তিনআনাই কঠিন কায়িক পরিশ্রমময়।

তোমরা যে নিতান্ত সাদাসিদে গনি মিয়াঁর খোঁজে সেখানে তা ভূরি ভুরি ।

আগামীকাল কি তাদের কথা ক্ষণিকের তরে ভাববার একটু সময় হবে,

জীবন জীবিকার ভারসাম্মে যে সব নাম না জানাদের অকাল সলিল সমাধি হয়েছে নীল অতল জলরাশির গহবরে??

Dear Sea Mates !!

Happy Seafarer Day !!!! Wishing you Bon voyage, Following Seas & Favorable Wind !!!

বিষয়: বিবিধ

১২৯৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238433
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
মোস্তাফিজুর রহমান লিখেছেন : আমাদের আশে পাশে আছে সভ্যতার কারিগররা, যাদের ত্যাগের বিনিময়ে আমাদের সুখী জীবন কিন্তু তাদের আমরা ভুলে যাই, ভুলে থাকি।

লিখাটা ডাবল হয়েছে, এডিট করতে পারেন।
২৪ জুন ২০১৪ রাত ১০:৩৮
184957
ইমরোজ লিখেছেন : ধন্যবাদ আপনাকে । এডিট করে দিয়েছি।
238437
২৪ জুন ২০১৪ রাত ০৮:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটা ছ্যাবলা মন্তব্য করি!!!

তাদের তো প্রত্যেক বন্দরে নাকি বউ থাকে। এটা অবশ্য একজন জাহাজির কাছেই শোনা। তিনি আবার ট্রাম্প শিপ এর ক্যাপ্টেন।
২৪ জুন ২০১৪ রাত ১০:৪৪
184959
ইমরোজ লিখেছেন : হা হা ; এ ধারণাটা সবাই করে !!! যিনি আপনাকে এই কথাটা বলেছেন তিনি হয় মজা করেছেন অথবা তিনি এ যুগের সিম্যান নন । এ যুগের সিম্যান রা কম বেশি গল্পের গনি মিয়ার মতই গোবেচারা !!
নিচের আর্টিকেল টা পড়তে পারেন .।।
http://www.marineinsight.com/marine/life-at-sea/12-famous-myths-about-merchant-navy-people-have/
২৪ জুন ২০১৪ রাত ১১:৩২
184984
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ। লিংক টা ভাল লাগল।
238479
২৪ জুন ২০১৪ রাত ০৯:৩১
হতভাগা লিখেছেন :


এটার দেখা পেয়েছেন ?
238502
২৪ জুন ২০১৪ রাত ১০:৪৬
ইমরোজ লিখেছেন : এখনও পাইনি :P :P
238514
২৪ জুন ২০১৪ রাত ১১:০০
বৃত্তের বাইরে লিখেছেন : আপনার জাহাজ কি টাইটানিক এর মত বড় কোন ঝড়/দুর্যোগের কবলে পড়েছে কখনো? অনেকদিন ডাঙার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন যেমনটা ইতিহাসে পড়ে থাকি। কাপ্তানের জীবন কষ্টের হলেও বৈচিত্রময়। শুভকামনা রইলো Good Luck Rose
২৪ জুন ২০১৪ রাত ১১:১০
184974
ইমরোজ লিখেছেন : আপনাকে ধন্যবাদ । টাইটানিক এর মত কিনা জানিনা তবে অনেকবারই বড় ঝড়/দুর্যোগের কবলে পড়েছে ; এটা খুবই স্বাভাবিক ব্যাপার এখানে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File