বং দেবতা !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ২০ জুন, ২০১৪, ১১:৪২:০৫ সকাল
বং দেশের অধুনা রচিত হলুদ ইতিহাস আর মিডিয়া দেখলে ২১ শতাব্দির প্রজন্মদের ধারনা হবে স্বাধীকার থেকে স্বাধীনতা পর্যন্ত প্রতিটি আন্দোলন-সংগ্রামে পর্দার আড়ালে শুধু একজন দেবতা আর বাকি সব ভাংতি পয়সা । ইতিহাস আর মিডিয়াকে আমরা ঠাকুর দেবতার বই আর প্রামাণ্য চিত্র বানিয়ে ফেলেছি । প্রশ্ন জাগে দেবতার যদি স্বাভাবিক মৃত্যু হত; তবে তার আজকের মূল্যায়নটা কি হত ? হয়তো ভাসানি, ওসমানী কিংবা সোরওয়ারদির মত দোষেগুনে মানবময়???
কোন দেশের ইতিহাস শুধু একপেশে নেতার বন্দনায় ভরা তা আমার জানা নেই । পশ্চিমা দেশে ফাদার অব নেশন কথাটাই বিতর্কিত । আর এখানে দেবতার সাথে দেবতার পরিবারও পূজনীয় । বাকুদের চেতনা ও আচরণেও শুধু এই দেবতা আর তার পরিবারের প্রেতাত্মা ভর করেছে । তাই আমৃত্যু এই দেবতা আর তার পরিবারের প্রতি বাংলাদেশীর কৃতজ্ঞতা জানানো তারা ফরজ হিসাবে জায়েজ করেছেন । কখনওবা ফরমালিন ফলে, কখনও অনাবাসী দেবীদেরকে ১০০১ টাকার প্রতীকী টাকায় আর এখন ভূমিষ্ঠ না হওয়া পদ্মা সেতুর নামকরনে।
বাঙ্গালির মাথায় তুলতে যেমন সময় লাগে না তেমনি আছাড় দিতেও।
শুধু একজন দেবতার হত্যাকাণ্ডের দায়ভার সারাজীবন বং দের মনে রাখতে হবে। আর তার জন্য বলি দিতে বছরের পর বছর কুকুর বিড়ালের মত হারিয়ে যাবে বং সাধারন মানুষগুলো । আর তাদের স্বজনের বুকফাঁটা আর্তনাদ আহাজারি মৃত্যুকূপে গুমড়ে গুমড়ে কাঁদবে । এই কি আমাদের নিয়তি ??
তাই হয়তো মানসিক ভাবে পচনশীল চুশিলদের “কিছ একটা করি” প্রকল্পে মানুষকে দেবতা বানানোর এই অসুস্থ রাজনীতিতে আমরা একের পর এক রাবণ পয়দা করে চলেছি ;
স্বামীজীর চরনেই বলি
ওরে মুর্খদল !
জীবন্ত দেবতা ঠেলি',
অবহেলা করি'
অনন্ত প্রকাশ তাঁর এ ভুবনময়,
চলেছিস ছুটে মিথ্যা মায়ার পিছনে
বৃথা দ্বন্দ্ব কলহের পানে—
কর তাঁর উপাসনা, একমাত্র প্রত্যক্ষ দেবতা,
ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা ।
আরেকটা কথা নামকরনের এই বন্দনায় আওয়ামী উর্দু শব্দটায় যাদের পাকি চুলকানি বলে মনে হয় তারা দলটার নাম বলদে দেবতার নামে রাখার প্রস্তাব দিতে পারেন ........তারপর না হয় দেশের নাম......... ।।
বং দেশের অধুনা রচিত হলুদ ইতিহাস আর মিডিয়া দেখলে ২১ শতাব্দির প্রজন্মদের ধারনা হবে স্বাধীকার থেকে স্বাধীনতা পর্যন্ত প্রতিটি আন্দোলন-সংগ্রামে পর্দার আড়ালে শুধু একজন দেবতা আর বাকি সব ভাংতি পয়সা । ইতিহাস আর মিডিয়াকে আমরা ঠাকুর দেবতার বই আর প্রামাণ্য চিত্র বানিয়ে ফেলেছি । প্রশ্ন জাগে দেবতার যদি স্বাভাবিক মৃত্যু হত; তবে তার আজকের মূল্যায়নটা কি হত ? হয়তো ভাসানি, ওসমানী কিংবা সোরওয়ারদির মত দোষেগুনে মানবময়???
কোন দেশের ইতিহাস শুধু একপেশে নেতার বন্দনায় ভরা তা আমার জানা নেই । পশ্চিমা দেশে ফাদার অব নেশন কথাটাই বিতর্কিত । আর এখানে দেবতার সাথে দেবতার পরিবারও পূজনীয় । বাকুদের চেতনা ও আচরণেও শুধু এই দেবতা আর তার পরিবারের প্রেতাত্মা ভর করেছে । তাই আমৃত্যু এই দেবতা আর তার পরিবারের প্রতি বাংলাদেশীর কৃতজ্ঞতা জানানো তারা ফরজ হিসাবে জায়েজ করেছেন । কখনওবা ফরমালিন ফলে, কখনও অনাবাসী দেবীদেরকে ১০০১ টাকার প্রতীকী টাকায় আর এখন ভূমিষ্ঠ না হওয়া পদ্মা সেতুর নামকরনে।
বাঙ্গালির মাথায় তুলতে যেমন সময় লাগে না তেমনি আছাড় দিতেও।
শুধু একজন দেবতার হত্যাকাণ্ডের দায়ভার সারাজীবন বং দের মনে রাখতে হবে। আর তার জন্য বলি দিতে বছরের পর বছর কুকুর বিড়ালের মত হারিয়ে যাবে বং সাধারন মানুষগুলো । আর তাদের স্বজনের বুকফাঁটা আর্তনাদ আহাজারি মৃত্যুকূপে গুমড়ে গুমড়ে কাঁদবে । এই কি আমাদের নিয়তি ??
তাই হয়তো মানসিক ভাবে পচনশীল চুশিলদের “কিছ একটা করি” প্রকল্পে মানুষকে দেবতা বানানোর এই অসুস্থ রাজনীতিতে আমরা একের পর এক রাবণ পয়দা করে চলেছি ;
স্বামীজীর চরনেই বলি
ওরে মুর্খদল !
জীবন্ত দেবতা ঠেলি',
অবহেলা করি'
অনন্ত প্রকাশ তাঁর এ ভুবনময়,
চলেছিস ছুটে মিথ্যা মায়ার পিছনে
বৃথা দ্বন্দ্ব কলহের পানে—
কর তাঁর উপাসনা, একমাত্র প্রত্যক্ষ দেবতা,
ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা ।
আরেকটা কথা নামকরনের এই বন্দনায় আওয়ামী উর্দু শব্দটায় যাদের পাকি চুলকানি বলে মনে হয় তারা দলটার নাম বদলে দেবতার নামে রাখার প্রস্তাব দিতে পারেন ........তারপর না হয় দেশের নাম......... ।।
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন