ভালবাসার ফর্মুলা !!!!

লিখেছেন লিখেছেন ইমরোজ ১৫ মে, ২০১৪, ০৬:১৫:১৬ সকাল



দুই নিখুঁত মানব মানবী মিললেই যদি ভালবাসার অনুভুতি হত তাহলে তো ভালবাসার ফর্মুলাটা সহজেই বের করা যেত। সেই ফরমুলায় যে কাউকেই প্রেমে পড়ান যেত ।।

ভালবাসার অনুভূতিটা তখন কি আর অপ্রত্যাশিত স্বর্গীয় জাদুকরী বলে মনে হত ??? নাকি শুধুই খিদে , ঘুম আর ক্লান্তির মতই আর একটা গৎবাঁধা জৈবিক অনুভুতি তে পরিনত হত !!!!

অথচ তোমার হৃদয় এর সবটুকু ভালবাসা মনের গহীনে জমে আছে নিখুঁত মানুষটির জন্য । তাকে পেলেই জীবন সার্থক ভেবে সেই নিখুঁত মানুষের খোঁজে তোমার নিরন্তর অপেক্ষা । অবশেষে বেলা শেষে তুমি ক্লান্ত হয়ে গুরুর মজলিশে !!!!!

তুমি ঃ সুখি দম্পতি কারা ???

গুরু চোখটা আধো খুলে স্মিত হেসে বলল ঃ বৎস !!! সুখি দম্পতি তারাই, যারা একে অপরের মানবীয় খুঁত গুলোকে ডিঙ্গিয়ে , একে অপরকে নিখুঁত মনে করে ভালবাসতে জানে ।

"That is the divine feelings of you n me together nothing is better"

বিষয়: বিবিধ

১০৬২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221670
১৫ মে ২০১৪ সকাল ০৮:২২
হতভাগা লিখেছেন : দারুন ফর্মুলা দিয়েছেন কাপতান সাহেব ।
221688
১৫ মে ২০১৪ সকাল ০৯:১৮
আহ জীবন লিখেছেন : "ভালো বাসব বলেই ভালবাস ভালো বাসতে হবে বলে নয়"- বউকে বলেছিলাম বাসর সজ্জায়।
221689
১৫ মে ২০১৪ সকাল ০৯:২১
egypt12 লিখেছেন : অসাধারন বলেছেন ধন্যবাদ...এটা আসলে সবাই বোঝে না Sad

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File