বলে কিংবা লিখে কি লাভ?
লিখেছেন লিখেছেন ইমরোজ ১২ মার্চ, ২০১৪, ১২:১৫:৪৭ দুপুর
জলে বসে ঠিক করেছিলাম, ডাঙ্গার বাকু বেপারীদের কথা বলব না ।
"বলে কিংবা লিখে কি লাভ? " ধরনের এক নেশায় বিভোর থাকার পন ।
কিন্তু বিভিন্ন বন্দরে বিদেশীরা যখন শ্লেষাত্মক হাসিতে বলে " ইউ আর নেক্সট আফগানিস্থান এন্ড ক্লোজার টু আফ্রিকা " । চুইংগাম চিবানোর ডোন্ট কেয়ার এটিচুডে যতই "না ! না !" বলি , তবু ভিতরে একধরনের নীল বেদনার ক্ষরণ হয় । ভাল মন্দ হাজার সমস্যার এই দেশটি যে আমারই মাতৃভূমি !!!
আফ্রিকার কথা মনে হলে আমাদের মানস্পটে কি ফুটে উঠে ?? দারিদ্র্য, বুভুক্ষা, স্বৈরশাসন ও সংঘাতে বিক্ষত একটি অসভ্য মগের মুল্লুক । এখন এই বাকু বাংলাদেশ সম্পরকে যদি বিদেশীদের মানস্পটের চিত্র চাওয়া হয় । তবে তাদের মনের খাতায় এ্যাঙ্গোলা থেকে সোমালিয়া, রুয়ান্ডা আর জিম্বাবুইয়ের পাশাপাশি আমাদেরকেও দেখতে পারবেন। রাজনীতির হালচাল পর্যালোচনা করলে যে চেহারা পাওয়া যাবে তা এখন বড় ভয়ংকর । আমাদের ইমেজ এখন বিপরীত স্রো্তে বহমান। জাতির ক্লাউন নাতিরা যতই বিদেশী সাহায্য লাগবে না বলে তত্ত্ব কপচান না কেন এই অপূরণীয় ক্ষতি মেরামত করার পথ হবে অনেক দীর্ঘ এবং কণ্টকাকীর্ণ। কারন এই গণতন্ত্রের গন রা এইখানে থাকলেও তন্ত্রমন্ত্র সব আব্বাদের দেশে ।
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা; এ কিসের চেতনা?
অসাম্প্রদায়িকতার লেবু কচলিয়ে মুসলমানের লেবাসে মুসলমানদের চরিত্র হনন।
তুই রাজাকার, তুই মরা পাকির সাথে ছায়া যুদ্ধ। নিরপেক্ষতার ড্রাইওয়াশে তোমরা যারা শিবির করদের "যত দোষের নন্দ ঘোষ" বানান। এই চেতনা হল প্রহসনের নির্বাচনে ভোট চুরি করে প্যারানয়েড ডিসঅর্ডার সরকারের ক্ষমতায় যাওয়া আর জাফর, মুন্তাসির, আরাফাত নামক চুশিলদের দ্বারা স্বাধীনতার কানা মাছি খেলা ।
মওলানা ভাসানী, আতাউর রহমান খান, তাজ উদ্দিন , মোহাম্মদ তোয়াহা, আবুল মনসুর আহমদ, খন্দকার আবদুল হামিদ, এম এ জি ওসমানী -এরা এখন ইতিহাস বিতাড়িত । জাতির নাতিরা এখন নতুন ইতিহাস শিখাতে বেস্ত । তাই ভ্রান্ত বিশ্বাস ও হ্যালুসিনেশনে দল্কানারা এখন জাতির পিতার গায়েবি দিক নিরদরশনায় গোপালগঞ্জের তীর্থ যাত্রি।
অনির্বাচিত ও মনোনীত সংসদ সদস্য তথা মন্ত্রীরা দাদাবাবুদের তন্ত্রমন্ত্রে এখন বাকবাকুম বেহায়া। সন্দেহ নেই, এই উলঙ্গ বর্গী সরকার আজ যা শিখিয়ে যাচ্ছে তা দেশি বিদেশি মীরজাফরেরা অনেকদিন কাজে লাগাবে । তাই আজ যারা চেতনার নেশায় তামাশা দেখছেন, তারাও একদিন আত্তপ্রবঞ্চিত হয়ে ঘুমহারা হবেন ।
তবে........ আশার কথা ইতিহাসের ধারাবাহিকতায় সবসময়ই এমন ক্রান্তিকাল বা সন্ধিক্ষণ আসে , তাই বিশ্বাস করি এই ছায়া যুদ্ধে জাগ্রত বিবেকের জয় হবে । আজকে যারা কথামালার খই ফুটাচ্ছেন, ক্ষমতার ফুটানি দেখাচ্ছেন সেইসব চসেস্কুদের ইতিহাস পড়ার আশায় জেগে রইলাম।
@ Senboku, Japan.
বিষয়: রাজনীতি
১১৫৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
AND FEEL NO NONSENSE ABOUT THAT !!!
আপনার মতের জন্য আন্তরিক ধন্যবাদ ।
AND I FEEL NO NONSENSE ABOUT THAT !!!
আপনার মতের জন্য আন্তরিক ধন্যবাদ ।
AND I FEEL NO NONSENSE ABOUT THAT !!!
আপনার মতের জন্য আন্তরিক ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন