সুখিময় উপসংহার !!!!

লিখেছেন লিখেছেন ইমরোজ ০২ মার্চ, ২০১৪, ০৯:০৫:২৯ রাত

'মন ' 'শরীর' কে বলে:

"আমি যা দেখি, তুমি কি তা দেখ ?

আমি দেখি , তুমি সময়ের চাপে আস্তে আস্তে সেকেলে হচ্ছো ।

তুমি কি সেই আগের তুমি ? "

শরীর দীর্ঘশ্বাস ফেলে বলে :

" হায় তা যদি জানতাম !!!

অপেক্ষমান জীবনে অনুভূতিগুলো বড্ড ক্লান্ত , সময় যেন নিথর নিশ্চল এক পাহাড় ।

চারিদিকে এক দম আটকানো সুন্সান নীরবতা । জীবন আছে কিন্তু প্রান যেন নেই ।

সংসার আর জীবিকার ভারসাম্য এর সুচারু সমাধান খুঁজে না পেয়ে আমি যে একাকীময় দুঃখবিলাস জীবনের চোরাবালিতে ডুবে আছি ।

মনে হয় অর্ধবৃত্ত জীবনের অধঃমান ধাপে আমি । ভয় হচ্ছে , তুমি শেষপর্যন্ত আমাকে ধরে রাখতে পারো কিনা ??

তাইতো দিনের শেষে অপার জলরাশির মাঝে ভাসমান এক লৌহখণ্ডে জবুথবু হয়ে শুয়ে তোমাকে প্রতিনিয়ত প্রশ্ন করি ;

এই গল্পের কাব্যিক সুখিময় উপসংহার কিভাবে টানা যায় ? "

মন স্মিত হেসে বলে :

"সব গল্পের " LIVED HAPPILY AFTER" উপসংহার হয়না !!!!

পরিপূর্ণ সুখ বলেতো কিছু নেই !!!

বিষয়: বিবিধ

১১০১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185759
০২ মার্চ ২০১৪ রাত ১১:০৭
185965
০৩ মার্চ ২০১৪ সকাল ১১:৪৫
সজল আহমেদ লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File