ইয়ে দিয়ে কথা !!!!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:১৬:১৯ রাত
কুঁজারা লোকদের মতে কথা দুইভাবে বলা যায়, মুখ দিয়ে আর ইয়ে দিয়ে ।
এই আইয়াম্মে ফিল্টারে ছাঁকা চেতনাযুগে জনাবে আলা, হুজুরে আলা্ বাকু নেতা নেত্রীদের কথা শুনলে মনে হয় তারা আর মুখ দিয়ে কথা বলছেন না । তাদের কথাবার্তা কেমন যেন টাট্টীখানার দুর্গন্ধময় মনে হয় । কিছু ইয়ে দিয়ে কথা বলা শুনা যাক ...
**বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘লেডি লাদেন’ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
**সরকারের সমালোচনা করার আগে বিএনপি নেত্রীকে সকাল বেলা আয়নায় নিজের মুখ দেখার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল
**সারা দুনিয়া দশম সংসদকে সমর্থন দিয়েছে: নাসিম
**ছাত্রলীগের দায় আওয়ামী লীগ নেবে না- হাছান মাহমুদ
আগে নেতা নেত্রীরা কথা বলার আগে অনেক ভেবে চিনতে, পাছে লোকে কিছু না ভাবতে পারে এই ভাবে কথা বলতেন। তারা সেই বিখ্যাত প্রবাদ বানীটি অনুসরন করতেন
" when you cant say anything right in your favor then try to be vague "
অবশ্য এখন খুল্লাম খুল্লাম যুগ ।যত চাপা, তত বড় নেতা ; তত বড় তার পদ ।
আর এই সরকারের সবচেয়ে বড় সফলতা এখন এইসব ইয়ে দিয়ে কথার মিথ্যাচারে মানুষ বিব্রতবোধ করেনা, আশ্চর্য হয় না । সব এখন ডাল ভাতের মতই মামুলী মনে হয় ।
বিষয়: বিবিধ
১১১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন