অশ্রাব্য শব্দ চয়ন

লিখেছেন লিখেছেন ইমরোজ ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:০৬:৪৩ দুপুর

ফেসবুকে এবং ব্লগে কিছু কিছু মানুষের স্ট্যাটা্সে/ লেখায়/ মন্তব্বে অশ্রাব্য শব্দ চয়ন দেখে অবাক ও বিচলিত হই। এত অশ্রাব্য, কুৎসিত, অশ্লীল ভাষার গালাগালি দিয়ে মত ও আবেগ প্রকাশিত করতে হয় তা দেখে এই স্বদেশী মানুষ গুলোর জন্য করুনা হয় । ধরে নিলাম ঐসব অসংযত/ দৃষ্টিকটু শব্দ অত্যন্ত হীন মানুষের উদ্দেশে উচ্চারিত হয়েছে, কিন্তু কথায় আছেনা, আমি যদি উত্তমই হই, তাহলে কেন ঐ অধমের (কুকুরের) মত কথা বলব তাও আবার সামাজিক ব্লগে।

অফিসার হিসাবে প্রথম জাহাজে সেইল করার সময় এক ভারতীয় মাস্টারের একটা কথা মনে পড়ছে,

"When you are screaming n using slang to express your opinion to reach other, that means a situation in which you failed to handle it...."

মোদ্দা কথাঃ সামাজিক ব্লগে আপনার অসংযত অশ্রাব্য শব্দ চয়ন আপনার নেগেটিভ দিকটিকেই হাইলাইট করে, আপনার যৌক্তিক মতকে পঙ্গু করে আর আপনার জন্ম ও পরিবার সম্পর্কে তীব্র বিরূপ ধারনা দেয় ।

বিষয়: বিবিধ

১০১৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172081
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পেত্নীর সাহস দিনদিন বেড়ে যাচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File