জুলদিয়া ব্লকে শেষদিন !!!! (PASSING OUT DAY)
লিখেছেন লিখেছেন ইমরোজ ২৯ জানুয়ারি, ২০১৪, ১১:২৭:১৭ রাত
জুলদিয়ার মেরিন একাডেমী জেটিতে এ বসে আছি, ওপাড়ে যাব । উত্তরে আর দক্ষিণে সারি সারি সাম্পান ??? চেনা মুখগুলো আর তার সাথের অনেক মধুর সৃতি, বোটে চেপে ঝাপসা হতে হতে ওপাড়ে চলে যাচ্ছে ।
আবার কবে হবে দেখা ??
আমি " দিনের পর দিন পানির মধ্যে কাটানো " নাবিক জীবনের কথা আগাম ভেবে শঙ্কিত মনে পুলকিত হচ্ছি । নীল জলের রোমাঞ্চকর যাযাবর জীবনের স্বপ্ন পূরণেই এখানে আসা । আজ তাকে ছাড়বার পালা, সেই সাথে ফোরটপ গ্রাউন্ডের সঙ্গে বিচ্ছেদ । হায় !এই জীবনে তাকে নিয়ে আর কখনই সেই বিশেষ খেলাধুলা করা হবে না ।
শৃঙ্খলার ভারী লৌহ শেকলে, দুর্ভেদ্য আর রোমাঞ্ছময় জুলদিয়াতে দুই বছরের এই তেঁতুল টকময় জীবন । সকাল থেকে তাই বিরহ কাতরতায় ভিজতে ভিজতে বিষন্নতার এক বড় অক্টোপাস আমার মনের উপর চেপে বসেছে । মনের গহীনে বিচ্ছেদের সানাই-এর আর্তনাদ । সন্ধা আসন্ন , শেষ বোট ছাড়ার সময় ঘনিয়ে আসছে। আমি ক্লান্ত অবসন্ন মনে ম্যানগ্রোভ বনের দিকে শুন্য দৃষ্টিতে তাকিয়ে পুরানো স্রিতি রোমন্থন করে চলেছি । মনে পড়ছে গভীর রাতে একাডেমি ব্লক পালিয়ে এই বনে বুনো উদ্দাম নৃত্য আর অর্থহীন আড্ডার কথা । সেই সাথে খোলা আকাশের নিচে জোস্নার আলোতে সিক্ত হয়ে ডিঙ্গি নৌকায় কর্ণফুলী মোহনায় গিয়ে দিগন্তহীন সাগরের লোনা বাতাস গায়ে মাখা। অতঃপর ভোর রাতে ক্লান্ত হয়ে ১৫ নম্বর ইউরিয়া জেটিতে নৌকা ভিড়িয়ে পাল্কির চরের মেঠো পথ ধরে একাডেমীতে ফেরার কথা ।
অবশেষে জুলদিয়াকে পিছনে ফেলে বোটে উঠলাম , জুলদিয়া ব্লক তখন কর্ণফুলীর পাড়ের এক মায়াবিনী বালিকার সাজে । সাঁঝ আলোতে তার এক অদ্ভুত মোনালিসা মার্কা হাসি । অনেকক্ষণ ধরে নিবিষ্ট আবেশে তাকিয়ে রইলাম, যতক্ষণ তাকে দেখা যায় । একসময় জুলদিয়ার মোহনায় সূর্যটা টুপ করে হারিয়ে গেল । এক অব্যক্ত ব্যথায় মুখ ফিরিয়ে ওপাড়ের দিকে তাকালাম ।
এপারের ফিকে আলোয় ভিতরের " জিপসি আমিকে " প্রচণ্ড আবেগে জিজ্ঞেস করলাম ,
“মনে কি রবে তার কথা?”
বিষয়: বিবিধ
৯৯৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন