আয় খুকু আয়
লিখেছেন লিখেছেন ইমরোজ ২৯ জানুয়ারি, ২০১৪, ০৩:৪৩:৩৬ দুপুর
বাবার প্রতি মেয়েদের দুর্বলতা চিরন্তন। সারাজীবন মাকে দেখতাম " আয় খুকু আয়" গান্ টা শুনে চোখে জল ফেলতেন ; কারনে অকারনে নানার রেফারেন্স টানতেন । মাঝে মাঝে খুব বিরক্তি লাগত ।
বিয়ের পর প্রায়ই বউকে (চাচাতো বোন ) জিজ্ঞেস করতাম ..."পুকুরে আমি আর চাচা , কেউই সাঁতার জানিনা , একজনকে বাঁচানো যাবে " কাকে সে বাঁচাবে ... বউ একটা বিষণ্ণও হাসি হেসে নির্বাক থাকতো । ইদানিং বউ আমাকে এই প্রশ্ন টা করে, পুকুরে সে আর আমার মেয়ে ...... আমি লাজুক হেসে এড়িয়ে যাই...ভাবি কি নিষ্ঠুর সেই রসিকতা ছিল আমার...... আজ মায়ের সেই একই গান শুনে আমার চোখে জল আসে ।
How one day I will let them go . I guess biggest sacrifice being a women to leave her family behind .... N being a male n on father's prospective I can feel only little bit....
বিষয়: বিবিধ
১৩৫৮ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অল্পকথায় কি গুরুত্ববহ ভাবনার জগতে হারিয়ে দিলেন।
রসিকতা আহ্ এখন বুঝেন।
অনুধাবন করতে আরও সময় লাগবে ,
এই বয়সটায় বাবার প্রতি ভালবাসা প্রগার ।
"পাপা ইস দা বেষ্ট " জাতীয়
মন্তব্য করতে লগইন করুন