একটি স্ট্যাটাস এর পোসট মরটেম !!!!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ১৬ ডিসেম্বর, ২০১৩, ০১:০৫:২৫ দুপুর
সেক্রেটারি : বস, আতিক সাহেব ফেবুতে একটা স্ট্যাটাস দিয়েছেন ।
ইমরোজ: কি লিখেছেন ??
সেক্রেটারি : সূর্য পূর্ব দিকে উঠে । আপনার পক্ষ থেকে উনার স্ট্যাটাস এ কি একটা লাইক দিব??
ইমরোজ : দেখত, উনি কি কথার শেষে জয়.আপা........ বলেছেন কিনা??
সেক্রেটারি : জি না ।
ইমরোজ : উনার প্রোফাইল এ কি দ্বিতীয় মুক্তিযোদ্ধাদের ছবি আছে ?
সেক্রেটারি : জি না । শুধু সাদাকালো মুক্তিযোদ্ধাদের ছবি আছে !
ইমরোজ : লাইক দেবার দরকার নাই । উনার পোস্ট এ কমেন্ট দাও ;
" আপনার মত ছাগুর জানা উচিত সূর্য সন্ধ্যা বেলায় পূর্ব দিকে উদিত হয়না , বরং পশ্চিম দিকে অস্ত যায় । জয় আপা ।।"
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন