হাতের কাছেই মহৌষধ

লিখেছেন লিখেছেন খোলামন ২৪ ডিসেম্বর, ২০১৩, ০২:৩১:৫৯ দুপুর

হাতের কাছেই মহৌষধ৷ জাপানের মানুষ তা না জেনে খেয়ে চলেছেন ফাস্টফুড৷ তাতে রোগব্যাধি বাড়ছে, আয়ুও কমছে৷ এক বিজ্ঞানী ২০ বছর গবেষণার পর দাবি করেছেন, মানুষকে দীর্ঘায়ু করার মহৌষধের সন্ধান তিনি পেয়ে গেছেন৷

ওষুধটা তেমন কিছুই নয়, এক ধরণের গাছ৷ আদা পরিবারের এই গাছ ‘আলপিনিয়া জেরুমবেট’ নামে উদ্ভিদ বিজ্ঞানীদের কাছে পরিচিত৷ জাপানের ওকিনাওয়া অঞ্চলের মানুষ একসময় খাদ্য তালিকায় কোনো না কোনোভাবে এই গাছটা রাখতো৷ জাপানিদের কাছে সেই থেকেই গাছটির নাম ‘গেটো’৷

বিষয়: বিবিধ

১২৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File