খোলা চিঠি মাহমুদুর রহমান স্যারের প্রতি

লিখেছেন লিখেছেন মান্নান আব্দুল ২৩ জানুয়ারি, ২০১৪, ০৭:৩৬:৫১ সকাল

মাহমুদুর রহমান স্যার. একজন নির্ভিক কলম সৈনিক. স্যার আপনার জন্য আমার বুকটা কেন যেন হাহাকার করে উঠে. আপনি আমার কে হন?আপনিতো আমার কেউ না,নাই কোন রক্তের সম্পর্ক, না আপনি আমাকে চিনেন না আমি আপনাকে চিনি. স্যার তাহলে আপনার জন্য আমার কেন এত মায়া.কেন আপনার কথা মনে পড়লে আমার চোখে অশ্রু ঝরে?স্যার জানিনা কবে আপনি জালিমের খাচা থেকে মুক্তি পাবেন আদৌ পাবেন কিনা কে জানে. যদি কখনো আপনি মুক্ত হন সৈরাচারের কয়েদ থেকে তখন আপনি কোন অবস্থানে থাকবেন যানিনা, যদি কখনো সুযোগ হয় তাহলে আপনার সাথে দেখা করে আমার সশ্রদ্ধ সালাম জানাবো. সালাম হে বীর সৈনিক ....

বিষয়: বিবিধ

১২৯৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166124
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:২০
সাইদ লিখেছেন : বাকশাল সাপোর্ট না করে বর্তমানে টিকে থাকাটা যেখানে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে সেখানে ঘোর বাকশাল বিরোধী হিসাবে উনার আপাতত মুক্তির কোনো সম্ভবনা আছে বলে মনে হয়না।
166153
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৩
মান্নান আব্দুল লিখেছেন : সাইদ ভাই ঠিকই বলেছেন আপনি. কারণ যারা আধিপত্যবাদ বিরোধী তাদেরকেইতো কারান্তরিন করে রাখা হয়েছে.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File